আত্মচিৎকার

-রৌগুনে জান্নাত

∴∴∴∴∴∴∴∴∴∴∴∴

কোনো একদিন

আমি থাকবো না,

থাকবে পায়ের চিহ্ন।

কোন একদিন

আমি কাঁদবো না,

কিন্তু থাকবে কান্নার শব্দ।

কোন একদিন

থাকবে না

আমার আত্মচিৎকার।

কোনো একদিন

আমার শব্দ পাবে না,

শুধুই পাবে নিস্তব্ধতা।

কোনো একদিন

আমি ঘুমাবো নির্জনে

আর জাগবো না।

সেদিন ডাকলেও সারা মিলবে না।

কোন একদিন

আর কাউকে জ্বালাবো না,

কিন্তু সেদিন আমায় মিস করবে।

কোনো একদিন

আর কিছুই চাইবো না

কারণ চাওয়ার জন্য আমি থাকবোই না।

কোন একদিন

আর পুকুর পাড়ে বসবো না,

সেদিন কেউ আর দেখবে না।

কোন একদিন

সব কিছু ছেড়ে যাবো,

সেদিন কেউ আর কাউকে কথা শুনাবে না।

কোন একদিন

আর কেউ বলবে না

যে পারবো না, পারবো না

কারণ বলার মতো কেউ থাকবেই না।

হয়তো আর কোনো দিন কিছুই হবে না,

সব হওয়া চলে যাবে তার আপন ঠিকানায়।

যেখানে যাওয়া যায় কিন্তু কখনো

ফিরত আসা যায় না।

সেদিন হয়তো দেরি নেই

কিংবা বহু দূর।

দূর ঠিকানায় বেশে যাবে

সবকিছু আপন মনে।

ধূয়াসা হয়ে যাবে সব চাওয়া পাওয়া।

শুধু ঘুমের দেশে ঘুমিয়ে থাকবো

জাগবো না কোন দিন।

∴∴∴∴∴∴∴∴∴∴∴∴

কবি পরিচিতি-

নামঃ রৌগুনে জান্নাত, পিতাঃ মোঃ মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা), মাতাঃ ফাতেমা খাতুন যোগ্যতাঃ মাস্টার্স অধ্যায়নরত ( ইতিহাস বিভাগ), ঠিকানাঃ১৫৩, কালি বাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ।

শখঃ বই পড়া,ছবি আঁকা, ঘুরে বেড়ানো, সাইকেলিং।

 

 

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*