১৬ ডিসেম্বর
-জয়সেন চাকমা
♦♦♦♦♦♦♦♦♦
১৬ই ডিসেম্বর বিজয়ের গাঁথা
লক্ষ মানুষের বুকের রক্তে
একটি ইতিহাস হয়েছিল লেখা
সুজলা সুফলা দেশ হাসে
১৬ই ডিসেম্বের বিজয়ের উল্লাসে
লাল সবুজের পতাকা উড়ায় আকাশে
বাংলার মাঠে সোনালি আলো দেখা।
নয় মাস যুদ্ধে হাজার রক্তে
বিজয়ের মানচিত্র পাওয়া
গৌরবের দিন ১৬ ডিসেম্বর
হাজার আনন্দ বুকে
জাগে বাংলার মাঠ জাগে বাংলার ভূমি
বিজয় বিজয় বিজয় উল্লাসে
এদেশ মোদের শক্তি এদেশ মোদের সাহস
মোরা থাকি বাংলার পাশে
বাতাসে বয়ে চলে বিজয়ের ধ্বনি
নদীর কলকলে বিজয়ের সুর শুনি
রক্তে লেখা ভূমি রক্তে লেখা মানচিত্র
রক্তে লেখা বাংলাদেশ
আলোকিত হয় অম্বরে ১৬ই ডিসেম্বরে।
♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি: কবি জয়সেন চাকমা জন্ম: ৪ মে ২০০৬ খ্রী: ব্যাঙমারা গ্রামে। পিতা:সূচীরন্জন চাকমা মাতা:ফুলবালা ত্রিপুরা, শিক্ষা:বর্তমানে মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে ৯ম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত(২০২১)।
লেখালেখি: তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কিছু কিছু ছড়া লিখি তার থেকে কবিতা। বর্তমানে কবিতা, ছড়া, ছোট গল্প, প্রবন্ধ, লোকগীতি লিখি।