রক্ত দিয়ে কিনেছি বাংলা
-মোঃ আবুল কাসেম
⇔⇔⇔⇔⇔⇔⇔
রক্ত দিয়েই ছিনিয়ে এনেছি
বাংলাদেশের মান,
তাইতো আমরা গাইছি সবাই
আজ বিজয়ের গান।
আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে
শুধু বিজয়ের সুর,
স্বাধীনতা লাভে হেঁটেছি আমরা
অনেকটা পথে দূর।
তিরিশ লক্ষ প্রাণের আকুতি
চোখে ভাসে বার’বার,
হারাতে দেবোনা রক্তের দাগ
মুছে যেতে কিছু আর।
স্বাধীন পতাকা পতপত করে
বাংলাদেশের নভে,
এমন যুদ্ধ পৃথিবীর মাঝে
কে দেখেছে কোথা কবে?
ভাষার জন্যে দিয়েছি রক্ত
এনেছি বাংলা ভাষা,
রাখবো টিকিয়ে স্বাধীনতা আজ
এমন বুকের আশা।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি ঃ
কবি মোঃ আবুল কাসেম, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভাইবোনের মাঝে সবার বড়। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজীনগর এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। অনলাইন জগতে পদচারণায় অসংখ্য দেশি-বিদেশি সম্মাননা অর্জন করেন।