প্রয়োজন শুধুই

-মিস্টি অধিকারী সুপ্রিয়া

↔↔↔↔↔↔↔

সংসারের যাতাকলে আজ আমি পিষ্টিত রক্তাত্ব পিরিত।

সবার কাছে কেবল প্রয়োজনেই হয়ে রইলাম,প্রিয়জন হতে পারলাম না।

রুরু রক্ত বর্ননের তীক্ষ্ণ দৃষ্টি সঙ্গে সুচল তীরের নেয় বানী,প্রতি পলে মনে করিয়ে দেয় –

কে আমি, কি আমার অবস্থান নিজের পরিচয়টাই আজ ভুলতে বসেছি।

জন্মটা কি শুধু অন্য সবার ব‍্যবহারের জন্য?

নাকি নিজের অস্তিত্বে কিছু অবশিষ্ট আছে?

মাঝে মাঝে দমটা বন্ধ হয়ে আসে,

চারিদিকে সবটাই অচেনা মনে হয়ে,

হাজার চেনার চেষ্টা করেও কাছের মানুষ বলে যাদেরকে এখনো ভাবি তাদের চিনতে কষ্ট হয়ে।

এখনো বুঝলাম না কে আমার,আমি বা কার, কি মূল্য আমার

শুধু চোখ বন্ধ করে আজও সংসারের যাতাকলে পিসে যাচ্ছি অবিরাম নিজেকে।

জীবনটা বয়ে চলে বাধহীন একটা নদীর মতো আপন গতিতে,

তবে ওর আর আমার মাঝে শুধু একটাই পার্থক্য ওর চলা শেষে

একটা নিদিষ্ট শান্তির আশ্রয় আছে সমুদ্রের বিশাল বুকে।

আর আমার শুধুই মৃত্যু,!

বাড়িতে একটা পশু পাখি কিছু দিন পুষলেই নাকি বাড়ির সবার তার প্রতি একটা মায়া জন্ম যায়।

তাকে কেউ আঘাত করলে তাদের কষ্ট হয়ে খারাপ লাগে।

আর সেখানে এতটা সময় এতটা কাল এতটা বছর অতিক্রম করার পরেও এখনো কেবলই,

তুমি তোমাদের তোমরা হয়ে রইলাম আমাদের আর হতে পারলাম না।

যেখানে মুখের ব‍াক‍্য নামক চাবুক দিয়ে অনবরত প্রহার করে যায়।

কেউ দু বার ভাবে না কতটা আঘাতে কতটা রক্ত ঝরছে এবুকে

হয়েতো সবাই এটাই ভুলে গেছে আমি একটা মানুষ,কষ্ট আমারও যে হয়ে, হতে পারে।

হয়েতো সবাই বোঝাই না আমার অনুভব অনুভূতি বলে কিছু আছে।

অন্তরজামি কিংবা সবার মন পড়ার বিশেষ ক্ষমতা নিয়ে যদি জন্ম নিতে পারতাম

তবে হয়েতো ক্ষমতা বলে নিজের ভাগ‍্যটা বদলে নিতাম।

কিন্তু এটাতো সম্ভব নয় তাইতো কাছে থেকেও আমার অবস্থান অনেক দুরের।

আর এটাই জীবনের চরম ব‍্যর্থতা। তুমি আমি হয়ে থেকে গেলাম,

আমাদের বা আমরা হয়ে উঠতে পারলাম না।

কি হবে এই চরম ব‍্যর্থতা নিয়ে ধুকে ধুকে বেচে থেকে?

এতটা বছর একসঙ্গে কাটানোর পরেও সামান্য একটা

পুষতি পশুর সমকক্ষ হয়ে উঠতে পারলাম না রক্ত চক্ষুকে স্নহসীল চক্ষুতে পরিবর্তন করতে।

যেখানে শুধু আমার একটাই পরিচয় ‘প্রয়োজন’।

↔↔↔↔↔↔↔

কবি পরিচিতি-

মিস্টি অধিকারী সুপ্রিয়া কোলকাতা নিবাসী। কোলকাতা বিরাটি দক্ষিণ প্রতাপ গড় নিমতা। পশ্চিম বঙ্গ উত্তর 24পরগনা

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*