ছবি
-ইন্দিরা দত্ত
♦♦♦♦♦♦♦♦♦
তরল পয়ার ছন্দে
ভোর হলো দোর খোলো বাগে ফোটে ফুল,
জাগো খুকি মারে উঁকি নাহি করো ভুল।
রবি হাসে ভালোবাসে অলি করে খেলা,
দিয়ে মন কিছুক্ষণ পড়ো এই বেলা।
রাঙা রবি আঁকে ছবি লাগে বেশ ভালো,
মৃদু বায় বয়ে যায় প্রেমপ্রীতি ঢালো।
ঢাক বাজে পুজো সাজে লাগে মনে দোলা,
সাজ হলে রবি ঢলে যায় নাতো ভোলা।
ধরা শোভা মনোলোভা দেখে ভালো লাগে,
হৃদ জুড়ে নব সুরে প্রেম মনে জাগে।
কাশ বন সর্বক্ষণ কত ছবি আঁকে,
সেই ছবি দেখে কবি খুশি মনে থাকে।
মাঝি যায় খেয়া বায় শুধু দেখে দিক,
জানা নেই পথ সেই যদি হয় ঠিক।
করে গান দেয় টান আসে নব দেশ,
আলোছায়া লাগে মায়া অপরূপ বেশ।
ভালোবাসে মুখে হাসে পায় তারা ভূমি,
জাগে আশা-ভালোবাসা মাটি লয় চুমি।
কভু সুখে কভু দুখে পায় তারা প্রাণ,
প্রাণ মাঝে সুর বাজে আপনার টান।
♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি:-
নাম—ইন্দিরা দত্ত।পিতা—…শ্রী শ্যামসুন্দর বিশ্বাস ……..মাতা—…… শ্রীমতি বীণাপাণি বিশ্বাস …স্বামী – শ্রী উৎপল দত্ত।ঠিকানা—…KSTP..,ADDA…houseing AG-10Asansol WB..জন্ম—…19/01/1967…..পেশা—গৃহবধূ ও গৃহশিক্ষিকা।শখ—নাচ,গান,আবৃত্তি,বাগান করা, রান্না করা,ঘর সাজানো।
একজন সাধারন মেয়ে হিসেবে নিজের সম্বন্ধে লেখার মত তেমন কিছু নেই।তবুও ছোটবেলা থেকে লেখা এবং পড়া ভালো লাগতো বলেই জীবন সায়াহ্নে এসে লেখা শুরু করা।মনে অনেক স্বপ্ন ছিলো—দেশ,সমাজ,সংসার আর ব্যক্তিপ্রণয়ের কল্যাণে কিছু করবো।তাই—সময়-অসময়ে কিছু ঘটনা-দুর্ঘটনায় নিজের সুখ-দুখের হাতিয়ার করে তুলি এই কলম।আমরণ পাঠকের তৃষ্ণা নিবারণেই আমার পথ চলা।