শৈশব আমার

-মনির হোসাইন

⇔⇔⇔⇔⇔⇔⇔

ছোট বেলার দিন গুলো সব ভালোই ছিলো

ছোট ছোট ক্ষণ গুলো সব মনে এলো

আধো আধো কথা মুখের শুনে সবে হাসে

চুমি দিয়ে কাছে টেনে কতো ভালোবাসে

আমার যতো বায়না ছিলো সব হতো পূরণ

সবার চোখের মণি ছিলাম সবচেয়ে আপন।

ডুব সাঁতারে দীঘির জলে মাছের সাথে খেলা

মা ডেকে কয় আয়রে ঘরে কেটে যায় যে বেলা

খাবার খেতে বসলে মায়ে দিতো মাছের পেটি

মাখিয়ে দিতো সোহাগ হাতে মজা পেতাম সে কি

দাদা বলতো বের হবি না ঘুমাবি এখন খাটে

ফাঁকি দিয়ে বেরিয়ে যেতাম খেলার সাথীর সাথে।

সাঁজের কালে চুপি চুপি ফিরে আসতাম ঘরে

পড়ার টেবিলে বইটা নিয়ে বসতাম ডরে ডরে।

চুল গুলো সব এলোমেলো হতো যখন বড়

বাবা বলতো

চুল কাটাবি আয়,আমি বলতাম ছোট।

বইয়ের পাতা মাথার ছাতা, বৃষ্টির দিনে

ভেজা বই যাবেনা পড়া, দাও এনে কিনে।

কলম খাতা হারিয়ে যেতো, মা দিতো বকা

মাষ্টার মসাই কানে ধরাতো, নিয়ে আসিনি লেখা

বিরতির ফাঁকে ছুটে যেতাম আঁচার দোকানে

সুযোগ খুঁজে লুকিয়ে যেতেম মিয়াদের বাগানে।

হৈচৈ শোরগোল বাঁধনহারার মজার দিন শেষ

অতীত আমার ফিরে এলে লাগতো দারুণ বেশ।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি ঃ-

মনির হোসাইন, পিতা শাহ আলম, মাতা শাহেদা বেগম, জন্ম ১৯৮২ সালের ১লা মার্চ লক্ষ্মীপুর জেলার আবির নগর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*