মায়ের মুখ
-আব্দুল হামিদ সরকার
⇒⇒⇒⇒⇒⇒⇒
খুবটি করে মনে পড়ে,
ফজর পড়ে মিষ্টি ভোরে।
মায়ের ঠোঁট রাঙ্গায় কিসে,
উল্কিতে পান পিষে।
মুখখানা তার জাদুর কাঠি,
চৈত্রের যেন শীতল পাটি।
সাম্যের গান ঠোঁটে ঠোঁটে,
মানবতা তার মানস পটে।
এখনও খুব মনে পড়ে,
জায়নামাজে জিকির করে।
প্রাতঃভ্রমনে জুড়াত প্রাণ,
মা পড়তেন পাক কুরআন।
জীর্ণ দেহ স্বচ্ছ মন,
মা হল শ্রেষ্ঠ আপনজন।
⇒⇒⇒⇒⇒⇒⇒
- কবি পরিচিতি:-জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সাহিত্য চর্চা:- তিনি একাধারে কবি, প্রাবন্ধিক উপন্যাসিক। তিনি অসংখ্য কবিতা ও ছড়া রচনা করেছেন।