সত্য পথে চলো
-ডি, সি, মন্ডল
⇔⇔⇔⇔⇔⇔⇔
জগৎ মাঝে জীবন চলো
অালোর দিশা নিয়ে,
আলোর ছায়া হৃদয় গেঁথে
ভালোবাসা দিয়ে।
ছলচাতুরী বেহায়পনা
ধ্বংস ডেকে আনে,
জীবন তবে যায় যে বিফল
দুখের ছড়া বানে।
নোংরা কাজে দুষ্ট লোভে
রক্ষা নাহি থাকে,
জীবন তাহার বৃথা যাবে
জনম যাবে বাঁকে।
যতই দেখ আরাম আয়েশ
ভবের মাঝে আশা,
সকল কিছু থাকবে পড়ে
ছাড়তে হবে বাসা।
ক্ষণ কালের মিথ্যে মায়ায়
জড়াই জীবন সুখে,
জীবন খানি যাইবে চলে
কোথা সুখ আর দুখে।
⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতিঃ দুলাল চন্দ্র মন্ডল, ওরফে ঃ – ডি, সি, মন্ডল। মোড়েলগঞ্জ বাগেরহাট। পিতা মৃতঃ গৌর চন্দ্র মন্ডল, মাতা মাখম রানী মন্ডল। জন্মঃ ১৫/এপ্রিল ১৯৬১ সাল। পড়াশুনা বি,এ পাশ, ১৯৮৬ পিরোজপুর সরকারী কলেজ, পিরোজপুর বোর্ড ঢাকা। ছোট বেলা থেকে বহু গল্প কবিতা তিনি লিখেন। বাবা তার সাবরেজিষ্ট্রী অফিসের সামান্য বেতনের কর্মচারী ছিলেন। মাতা গৃহিনী বহু কষ্টে সে লেখাপড়া করেন।