জ্ঞানই আলো
-মুহা. কবির হোসেন
⇔⇔⇔⇔⇔⇔
জ্ঞানই আলো জ্ঞান শক্তি জ্ঞান দেয় মুক্তি
অজ্ঞানতা অন্ধ ভক্তি মান বিকে লয় আসক্তি।
শীতল কালো উষ্ণায়নে সূর্য রশ্মি শক্তি,
উজ্জ্বল আলো বিশ্বায়নে আহার্য জ্ঞান একরক্তি।
মনহীনে মানুষ যেন শুষ্ক মরুর দেহ
জ্ঞানবীনে গুণী কভু হয়নি ভবে কেহ।
অজানা পথে লুপ্ত আলো মনুষ্যও সুপ্ত
রাতের পৃষ্ঠে রবি উঠিলে কালো বিলুপ্ত।
গুণী জানে জ্ঞানের কদর মনুষ্যত্বের অমূল্য ধন
জীবসত্ত্বকে আলো দিতে লাগে মনুষ্য প্রাণ।
মানুষ শ্রেষ্ঠ সৌন্দর্যের ভিত্তি বিবেক অন্তর্দৃষ্টি
স্বচ্ছ জ্ঞানের জগৎ উৎপত্তি সর্বাত্মক সন্তুষ্টি।
ঈশ্বর প্রদত্ত জ্ঞানের আলো মহাজাগতিক রহস্যমান
সৃষ্টি তত্ত্ব সৃজন সমস্ত আলোক সত্ত্ব প্রাণ।
বিশেষ্যর বিশেষণ তাঁর নবজাগরণে সুখ ঘ্রাণ
সর্ববিধ গুণগ্রাহী অনুজ যার অসাধারণ মান।
অভূতপূর্ব উৎকর্ষ সাধন জ্ঞানের ইঙ্গিত পেলে
লক্ষ পৃথিবী গর্জে উঠে নব রঙে ফলে।
ত্রিভুবনে জ্ঞানের তুল্য নেই উৎকৃষ্ট ধন ,
প্রভুরও নৈকট্য লাভে জ্ঞানের অপূর্ব শান।
⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি:-
মুহা. কবির হোসেন। ১৯৮৫ ইং ১ ডিসেম্বর বাংলা ১৬ অগ্রহায়ণ ১৩৯২ রবিবার ঝালকাঠি জেলার পূর্ব নাম বাসন্ডা বর্তমান নেছারাবাদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম লাভ করি। পিতা মুহা.মুজ্জাম্মেল হক হাওলাদার। মায়ের নাম জাহানারা বেগম। ধর্ম ইসলাম। উপজেলা ঝালকাঠি সদর,জেলা ঝালকাঠি।
পেশায় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। কর্মরত শিক্ষা প্রতিষ্ঠান নলবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়। উপজেলা নলছিটি,জেলা ঝালকাঠি। শিক্ষাগত যোগ্যতা কামিল ২০০৬ ঐতিহ্যবাহী ঝালকাঠি এন এস কামিল মাদরাসা, ঝালকাঠি। বিশেষ শখ সাহিত্য চর্চা, কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস লেখা এবং সমাজ সংস্কার মূলক কার্যক্রমে আত্মনিয়োগ করা।