ফেলে আসা সেই সব দিন
-শিবানী সাহা
↔↔↔↔↔↔
কাজের অবসরে যখন একলা বসি বারান্দায়
তখন দূরে খোলা মাঠে ছেলেমেয়েদের কোলাহল
আমাকে ফিরিয়ে নিয়ে যায় ছেলেবেলার অতীত দিনে।
অতীতের সেই মিষ্টি মধুর স্মৃতি মনে আনন্দের শিহরণ জাগায়,
প্রতিবেশী ভাই বোন সবাই মিলে বিকেলবেলা
দলবেঁধে খেলতে যেতাম খেলার মাঠে।
পুরনো দিনের সেই সব খেলা এখন আর দেখতে পাই না
চু কিত কিত্, হাডুডু, লুকোচুরি, বুড়ি চোর, রুমাল চোর
খেলনা বাটি, পুতুল বিয়ে আরো কত সব খেলা।
সন্ধ্যেবেলা ফিরে ভাই-বোন সকলে মিলে
গোল করে হারিকেনের আলোতে পড়তে বসা।
সকাল থেকে সারাদিন ভাই বোন মিলে খুনসুটি
ভালো-মন্দ ভাগ করে খাওয়া সব আজ স্মৃতি।
ছুটির দিনে বন্ধুবান্ধব সবাই মিলে পুকুরে নাইতে যাওয়া
জল ঘোলা করে সাঁতার কেটে বেলায় বাড়ি ফেরা,
মার বকুনি কপালে অবধারিত থাকতো লেখা।
কি অনাবিল আনন্দে দিন কাটতো আজ ও তা যায় না ভোলা।
অবসরের সঙ্গী কৈশোরের স্মৃতি চারণ মনকে দিয়ে যায় নাড়া।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি:-
নাম:-শিবানী সাহা, আমি বর্তমানে হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন সাধারণ গৃহবধু। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি। সংসারের কাজের অবসর সময়ে কবিতা লিখি। আমার লেখা পাঠকের ভালো লাগলে, তবেই আমার লেখার স্বার্থকতা, আমার অনুপ্রেরণা।