এমন যদি হতো 

-মোঃআরমান হিমেল

⇔⇔⇔⇔⇔⇔⇔

এমন যদি হতো!

সুখ থাকতো অবিরত!

সুখের চাপে বিনাশ হতো

মন মাঝারের ক্ষত!

এমন যদি হতো!

ডানা থাকতো পাখির মতো!

দূর নিলীমায় উড়ে যেতাম

ইচ্ছে আছে শত।

এমন যদি হতো!

চাওয়া আছে যতো!

বাস্তবে রূপ নিয়ে আসে

স্বপ্ন পরীর মতো।

এমন যদি হতো!

কু-লিপ্সা আছে যতো

ধরা দিয়ে ব্রতের কাছে

হতো মাথা নত!

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতিঃ

মোঃ আরমান হিমেল, পিতাঃ মোঃ হাবিবুর রহমান মীর, মাতাঃমোসাঃ সুফিয়া বেগম ১৯৯৫ সালের ৩০ শে ডিসেম্বর, বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের বঙ্গোপসাগরের উপকূলবর্তী সবুজের বনভূমি বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোল ঘেঁষে ও হযরত খাজা খানজাহান আলী (র) এর স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার, নদীমাতৃক শরণখোলা উপজেলার, উত্তর তাফালবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।

তিনি ২০১৩ সালে তাফালবাড়ি হাই স্কুল থেকে এস এস সি ও ২০১৫ সালে শরণখোলা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হন।

বর্তমানে তিনি লেখালেখির মাধ‍্যমে সমাজের অন‍্যায়-অবিচার এবং সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরছেন।

বেশ কয়েকটি অনলাইন সাহিত্য গ্রুপে তিনি বেশ জনপ্রিয়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*