মরীচিকা
-রৌগুনে জান্নাত
♦♦♦♦♦♦♦♦♦♦
মন খারাপের বারান্দায়
আমি একা বসে,
মরীচিকাও আজ
আমায় দেখে
অট্টো হাসে।
হাসির কারণ
আমি দেখতে নাহি পাই
মরীচিকা বলে,
অপেক্ষায় থাকো
আমি এখন যাই।
কান্নায় ভেসে বলি আমি
মরীচিকা তোমায় আমি চাই
মরীচিকা বলে ভালো থেকো
এখন আমি যাই
তোমায় বলে বাই, বাই।
♦♦♦♦♦♦♦♦♦♦
সংক্ষিপ্ত পরিচয়ঃ
নামঃ রৌগুনে জান্নাত, পিতার নামঃ মো. মোজাম্মেল হক (অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা), মাতাঃ ফাতেমা খাতুন ( গৃহিণী) যোগ্যতাঃ অনার্স মাস্টার্স ( ইতিহাস বিভাগ), ঠিকানাঃ কালি বাড়ি পুকুর পাড়, মুক্তাগাছা, ময়মনসিংহ। শখঃ বই পড়া,ছবি আঁকা,সাইকেলিং,ঘুরে বেরানো