বিলবোর্ড
-চিন্ময় বিশ্বাস
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
অতীত-বর্তমান-ভবিষ্যৎ এর বিজ্ঞাপন সেটে দিয়েছি
বিলবোর্ড-এ; জানি তবুও আপনি আমাকে চিনবেন না!
আত্মভোলা বাঙালির মতো হারিয়েছি অতীত,
ধুঁকে চলা বর্তমান ডুব দিয়েছে ভবিষ্যতের অন্ধকারে।
আতস কাঁচে চোখ রেখে একটা হাতের রেখা খুঁজি মশাই,
এবার আপনি তো আমাকে সার্টিফিকেট ধরিয়ে দেবেন।
আতস কাঁচ সূর্যালোকে ধরে সেঁকেনি অবচেতন মন,
নাটুকে জীবন তখন হয়ে ওঠে ক্যাথার্সিসের প্লট।
চলুন অতীত-বর্তমান-ভবিষ্যৎ এর সার্টিফিকেট কে,
এবার হারবেরিয়াম শিটে সংরক্ষণ করা যাক।
আত্মভোলা বাঙালি এবার অতীত খুঁজে পাবে!
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃচিন্ময় বিশ্বাস,পিতা চিত্তরঞ্জন বিশ্বাস ,মাতা মিনতী বিশ্বাস,জন্ম ১৯৯১সালের ২৬শে এপ্রিল।আমি কোনো কবি নই শুধু এঁকে চলি জীবনের প্রতিচ্ছবি।যখন চিন্তন গুলি জাবর কাটে স্মৃতির পাতায় অপ্রাপ্তির উপন্যাস লিখি আপন খাতায়।