স্বাধীন বাংলাদেশ

-জয়সেন চাকমা

♦♦♦♦♦♦♦♦♦♦

রক্তপাতের আর্তনাদে বাংলার মাঠ প্রান্তর,

যমুনার জল ধুয়ে নিল মশানের অন্তর।

ক্রোধ ছিল স্বপ্ন মাথায় মানবজন,

প্রাণ যাক চলে যাক, রাখছি তবু যতন।

বাংলার ভূমি এল যে মোদের বহু প্রতীক্ষায়,

পেলাম এবার সোনার ভূমি যাব না হারায়।

সোনার মাঠে চাষ করে বাংলার সোনার চাষি,

সবুজ অরণ্য বন্য পাখি সবাই ভালোবাসি।

চেতনার মণি আলোকিত হয়ে এল বাংলার ঘরে,

ভয়টা পলতক হয়ে সাহস এল বাংলার তরে।

বিশ্বের স্থানে নাম পেয়েছে মোদের বাংলাদেশ,

লাল সবুজের নিশান উঠে রঙিন হয়ে বেশ।

বীর বাংলাদেশে শ্রেষ্ঠ বীর আছে,

বাংলার মাঠে সবুজ প্রান্তরে আকাশ নেমেছে।

শত শ্রদ্ধা ভালোবাসা প্রেম দেশের প্রীতি,

স্বাধীন দেশে চলবে জয় বাংলার গীতি।

আমরা এখন চির স্বাধীন কোথাও বাঁধা নাই,

মাটি মোদের আপন করে স্বাধীন দেশে ঠাঁই।

থাকব মোরা ভালোবেসে স্বাধিন দেশে মিশে,

অপরূপ বাংলাভূমি প্রিয় বাংলাদেশে।

♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি:কবি জয়সেন চাকমা। জন্ম মাটিরাঙ্গা উপজেলায় সদর ইউনিয়নে ৪নং ওর্য়াড ব্যাঙমারা পাড়া গ্রামে।

শিক্ষা:বর্তমানে নবম শ্রেণি বিজ্ঞান বিভাগের ছাত্র।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*