শীতের ছোঁয়া

-সত্যজ্যোতি রুদ্র

⇒⇒⇒⇒⇒⇒⇒⇒

অঘ্রানে বয় হিমেল হাওয়া

শিশির ঝরে রাতে,

দিনমণির অলস যাপন

কুয়াশ মাখে প্রাতে।

হিমের রাতে চাঁদের রোশনি

আলতো দোলে রূপে,

উত্তরী বায় শিরশিরে ধায়

কুয়াশ ধোঁয়ার ধুপে।

চাঁদনী রাতে চরকা কাটে

বসে চাঁদের বুড়ি,

বৈঠক গানের আসর বাটে

চিবোয় খই আর মুড়ি।

উষ্ণ জলে লেবুর রসের

বেশ চাহিদা বাড়ে,

কফি-চা এর চুমুক টানে

সবার নজর কাড়ে।।

সকাল-সাঁঝে এদিকওদিক

উড়ছে নানান পাখি,

সন্ধ্যে হলে ডাহুক নীড়ে

করছে ডাকাডাকি।

খেজুর রসের ঝুলছে হাঁড়ি

সারি সারি গাছে,

কাক-শালিকের বসছে মেলা

খেয়ে উড়ে নাচে।

শীত বসনের হিড়িক পড়ে

সয়লাব দোকানপাটে,

পথের শিশুর জীর্ণ বসন

বিনিদ্র রাত কাটে।

বৃদ্ধ-বৃদ্ধা শীতের জ্বালায়

লেপমুড়ি দেয় খাটে,

শিশু-কিশোর ক্রিকেট,বল আর

ডাংগুলি তে মাঠে।

⇒⇒⇒⇒⇒⇒⇒⇒

কবি পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র, সহকারী শিক্ষক, কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার চট্টগ্রাম, বাংলাদেশ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*