পল্লী গাঁয়ের ছেলে
-এমজি তানভীর রহমান
⇔⇔⇔⇔⇔⇔⇔
অভিমানী ছেলে তুমি কোথায় চলে যাও?
বাঁকা গায়ের পথের চরণে বারিক ফিরে চাও,
মায়ে তোমার বসে আছে দুধ ভাত নিয়ে
মেঠো পথের রেখায় যেয়ো না দুরে পথ দিয়ে
ঔ যে দেখ সূর্যি মামা মাথার উপরে ধলে পরেছে
কার্তিক মাস অতি রোদেও আকাশে মেঘ জমেছে,
গ্রামের পাশে নীল দিঘীতে লাল পদ্ম ফুটলো তরে
ব্যাঙের ছানা ও কুচুরি পানা দিঘীটি আছে ভরে।
মাঠে পানিতে ভরা থৈ থৈ করে যতদুর দুচোখ যায়
ঘেরের পুকুরে পানি ছাপিয়ে গেছে সর্বনাশ ভাই,
এদিক ওদিক মাছ ধরছে গ্রামের সব যুবক দল
ঐ পাশে দেখো ফাকা ভাই মাঠে খেলছে ফুটবল।
মেঘে ভরে আকাশে চিলিক আর হুরমার করে
কেউ ছিপ রেখে পলায় এদিকে পেটুর ভয়ে মরে,
কেহ ছিপ দিয়ে কেহ বা জাল পেতে ধরছে মাছ
সকাল বেলা পায়ে লাগলো শিশির ভেজা ঘাস।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
এমজি তানভীর রহমান, পিতা:রওশন আলী, যশোর জেলার অন্তর্গত শার্শা থানার গ্রাম: দক্ষিণ বুরুজ বাগানের বাসিন্দা। পড়াশোনা:আলিম ২য় বর্ষের ছাত্র। লেখালেখি করতে ভালোবাসি যদিও আমার লেখার হাত খুবই কাঁচা।