নারী স্বাধীনতা
-প্রদীপ কুমার মাইতি
↔↔↔↔↔↔↔
যুগ যুগ ধরে নারী স্বাধীনতা, মাথা খুঁড়ে খুঁড়ে মরে।
নির্যাতন আর নিপীড়নে নারী, সমাজে রয়েছে পড়ে।
নারী আজ কেবল বাজারে পন্য, ভোগ্য সমাজ জুড়ে।
চাওয়া পাওয়া নেই শুধু আছে ব্যাথা, নয়নে অশ্রু ঝরে।
স্বাধীনতা নেই চলা ফেরায়, পোশাক পরিচ্ছদে।
সর্ব স্তরে নারী আজও, কেন অধীনতায কাঁদে।
সমাজে নারী সমানাধিকার, কেবল কথার কথা।
নারী জীবনে মানবাধিকার, কেবলই কান্না ব্যাথা।
সম কাজে নরী সম শ্রম দিয়ে, পায়না সমান দাম।
সমাজে কোন পায়না সুনাম, শুধু দিয়ে যায় ঘাম।
প্রথম দেখা পৃথিবীর আলো, নারীর গর্ভ থেকে।
সমাজ সৃষ্টির স্রষ্টা হয়েও, জমে থাকে ব্যাথা বুকে।
ক্ষমতায়ন হচ্ছে নারীর, তবু কেন অসহায়?
মানসম্মান জীবনের দাম, সবেতেই নিরুপায়।
আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, নারীর হাহাকার।
বন্ধ হোক যত নিপীড়ন, নারী পাক অধিকার।
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি- আমি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত খেজুরী থানর গ্রাম কামদেবনগর পোস্ট কলাগেছিয়া এর বাসিন্দা। একটা সময়ে কবিতা লিখতাম। কবিতাকে ভালো বাসতাম। বিভিন্ন ঘাত প্রতিঘাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। অভাবের তাড়নায় কলেজের গন্ডিও পেরোতে পারিনি। প্রচণ্ড দারিদ্র্যতার মধ্যে উচ্চমাধ্যমিক পাস করেছি।আজ জীবন অবসরে অতীত অভ্যাসকে সঙ্গী করে আবার লেখা শুরু করেছি। মনের মাঝে লুকিয়ে রাখা কষ্ট দুঃখ কান্না ব্যাথা গাঁথা স্মৃতিময় কথা গুলোকে নিজের মত করে লিখি মাত্র।হয়তো আমার লেখাতে কোন গভীরতা নেই,ঝর্নার মতকোন গতিও নেই,নেই কোন ছন্দমিল অন্তমিল। তবুও আজ লিখতে বড় ভালোলাগে। অনলাইন পত্রপত্রিকায় টুকটাক লেখালেখি করি।শোষনহীন সমাজের স্বপ্ন দেখি।