বাবা
-আব্দুল হামিদ সরকার
◊◊◊◊◊◊◊◊◊
বাবা তুমি কোথায় থাকো,
দূর থেকে কি মোদের দেখো।
তোমার হাতের লাঠি ছাতা
পড়ে আছে হিসাবী খাতা।
জায়নামাজ আর তাসবীহটা,
আরশোলা খেয়েছে খানিকটা।
রেখে যাওয়া চশমাটা,
মরিচা পড়া ফ্রেমটা।
তবুও তোমায় এরই মাঝে,
স্মৃতি খুঁজি ভাজে ভাজে।
কি যে ভারী তোমার লেখা,
কবে মিলবে তোমার দেখা।
কবে আসবে মোদের ঘরে,
ফজর পড়ে মিষ্টি ভোরে।
চলে কি জীবন তোমায় ছাড়া,
তুমি যে মোদের প্রাণ ভ্রমরা।
◊◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি:-জন্ম:- কবি আব্দুল হামিদ সরকারের জন্ম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ঐতিহ্যবাহী দেলুয়া গ্রামে,পহেলা ডিসেম্বর ১৯৭৩ সালে। পিতা মৃত আফতাব উদ্দিন সরকার ও মাতা মৃত মোাছাঃ হামিদা খাতুন। নব্বইয়ের দশকে এই কবির জন্মস্থান দেলুয়া গ্রাম রাক্ষসী যমুনার গর্ভে বিলীন হবার পর, বেলকুচি, সিরাজগঞ্জের সেন ভাঙ্গাবাড়ি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সাহিত্য চর্চা:- তিনি একাধারে কবি, প্রাবন্ধিক উপন্যাসিক। তিনি অসংখ্য কবিতা ও ছড়া রচনা করেছেন।