নিসর্গের আলিঙ্গন

-গণেশ পাল

⇔⇔⇔⇔⇔⇔⇔

একসময় আমার আলিঙ্গন ছিল

অন্তমিল কবিতার মতো —-

অথচ এখন আমার‌

সেই আলিঙ্গন করা হয়না।

সেই প্রিয় মুখের নিসর্গে এখন

সেই কবিতা গদ্য হয়েছে হয়তো —-

কখন বসন্ত যায় বর্ষা আসে ,

কখন শীতের কুয়াশা আরো

জবুথবু করে বুঝিনা ।

কেবল বোশেখের কালোমেঘ

ঘোরেফেরে কোন্ আবেগে আমার

সেই নিসর্গের অনিচ্ছা পত্রে ?

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি :

কবি গণেশ পাল, পিতা: মৃত রাধা গোবিন্দ পাল‌, মাতা : উর্মিলা রানী পাল‌, জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে ০২ জুলাই , ১৯৫০ সনে জন্মগ্রহণ করেছি। শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সনে বিএ পাস করি । কর্মজীবন : ১৯৭৪ সনে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সনে পরিদর্শক পদ থেকে অবসরে যাই । লেখালেখি ‘ কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে লিখে চলেছি। আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি । এরমধ্যে ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস। প্রকাশিত যৌথকাব্যগ্রন্থ ১০ টি । অপ্রকাশিত একক বইয়ের সংখ্যা ২০ টি। এখন ফেসবুকে নিয়মিত লিখছি ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*