অজানা ভালোবাসা
-অনিতা মুদি
⇔⇔⇔⇔⇔⇔
অজানা ভালোবাসা
যে দিন তোমায় প্রথম দেখি
আপন মনে ছবি আঁকি
সে দিন আমার কম্পিত গা, দুরু দুরু বুক
চোখ ছিল স্থির আর চুপ ছিল মুখ,
বলতে পারি নি সে দিন তোমায় কথা কিছু
তাই ছুটে চলেছি আজও তোমার পিছু পিছু
তুই নেই আমার কাছে,
তুমি আছো আমার এই মনের মাঝে ।
থাকবো তোমার স্মৃতি ধরে,
জানি না সেদিন কোন কারণে বলতে পারি নি স্পষ্ট,
সেই কারণের ফলেই বোধ হয় সইছি এত কষ্ট ।
কলমের কালি পারে না বোঝাতে মনের গভীরতা,
তোমার মনেও কী স্থান পেয়েছে সীমাহীন অস্থিরতা ।
যখনই তোমাকে মনে পড়ে,
আমি জানি না কেন এ দুচোখ শুধুই তোমার স্বপ্ন গড়ে ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :-
আমি অনিতা মুদি । পিতা সাধন মুদি ও মাতা মমতা মুদি । পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অন্তর্গত আদ্রার কালিকেন্দ নামক গ্রামে আমাদের নিজস্ব বাড়ি। কিন্তু বর্তমানে আমরা পুরুলিয়া জেলার অন্তগর্ত সাওতালডি নামক জায়গায় বসবাস করছি । আমার জন্ম ২৫ ই জানুয়ারি ১৯৯৮ সালে । আমার কবিতা পড়তে ও লিখতে খুবই ভালো লাগে ।