প্রেম একবার এসেছিলো নীরবে

-শিবানী সাহা

⇔⇔⇔⇔⇔⇔⇔

প্রেম বলতে কী বোঝায়, প্রেমের কি সংজ্ঞা

আজও বুঝে উঠতে পারিনি,

কখনো কখনো মনে হয় সেটা কি মনের টান

নাকি নিজেরই অজান্তে কাউকে ভালো লাগা।

প্রেমের ব্যাখ্যা নানারকম নানা জনের মতে,

তখন আমার বয়স কত হবে, পনের কি ষোলো

হঠাৎ পরিচয় হয় আমার চেয়ে বয়সে ছয় বছরের বড়

এক অচেনা দাদার সাথে। ছিমছাম সাদামাটা

সহজ সরল মনের, প্রথম সাক্ষাতেই ভালো লেগে যায়

অনেক গুণের অধিকারী, সুমধুর কন্ঠ, কবিতা লেখায় পারদর্শী,

গান রচনা, সুর দেওয়া, তেমনি সুন্দর বাচনভঙ্গি।

কেন জানি না প্রথম আলাপেই মনে হল

বহুদিনের পরিচিত। অথচ কখনো দেখিনি আগে।

প্রতিটি গান লেখা ও সুর দেওয়া হলে,

আমাকে শুনিয়ে যেত এসে।

গান শুনতে, কবিতা লিখতে আমি বরাবরই ভালবাসতাম।

সেটা বুঝে গিয়েছিল দাদা।

দীর্ঘ দুবছর অতিবাহিত হওয়ার পর,

একদিন হঠাৎ শুনতে পেলাম বাস এক্সিডেন্টে দাদা মারা গেছে।

খবরটা শুনে খুব কেঁদেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম।

আজও ভুলতে পারিনি সেই দিনটাকে।

আমাকে লিখে দেওয়া স্বরচিত দুটি কবিতা আজও

সযত্নে রাখা আছে আমার ডাইরির ভাজে।

দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ চল্লিশটা বছর

আজও মনে পড়লে চোখে জল আসে।

অদ্ভুত একটা টান ছিলো দুজনের মধ্যে

মাঝে মাঝে দুজন দুজনকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে

উঠতো,সে কথা একদিন প্রকাশ করেছিলো দাদা।

বলেছিলো তুই বড্ড ছোট ও সব বুঝবি না,

বড়ো হলে সব বুঝতে পারবি,এখন মনে হয়,

হয়ত সেটাই ছিলো আমার প্রথম প্রেম,

বুঝতে পারিনি এসেছিলো নীরবে।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি–

নাম—শিবানী সাহা, পেশা—গৃহ বধূ, কবিতা লিখতে ও পড়তে খুব ভালবাসি, বর্তমানে আমি, হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমার লেখা পাঠক বৃন্দের ভালো লাগলে তবেই আমার লেখার সার্থকতা, আগামী দিনে এগিয়ে যাবার প্রেরণা।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*