বয়স যখন আঠারো
-তৌহিদা জাহান লিপি
♦♦♦♦♦♦♦♦♦♦♦
কি দুঃসহ স্পর্ধা নিয়ে মাথা তোলা এবং জীবনের তরে নেয় ঝুঁকি !
সেই বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা মাথা তুলে দেয় উকিঁ !!
আঠারো বছর বয়সে যেন নেই কোন ভয় ?
তখনই সে পদাঘাতে চায় ভাঙতে, চলতি পথের সমস্ত বাঁধা —–
তখনতো কেউ মাথা নোয়াবার নয়—- !
পথবিভ্রম হয়ে তার ‘ সরীসৃপের পথ চলা থেকে ——
যেন হয় শুরু প্রমত্ত বেগে!
জীবন্ত প্রান,বির্বন চোখ তার ?
অসম্মতি যেন অরণ্যের মাঝখানে প্রচণ্ড দাবাদহ, কিছু যায়না রেখে —
বয়স যখন আঠারো ——- প্রানে যেন ভয়ংকর যন্ত্রণা !
সে তো সর্বদাই তীব্র আর প্রখর, যেন কানে আসে কত শত মন্ত্রণা !
সে তো দুরন্ত -দূর্বার,
পথে প্রান্তরে ছুটে চলে হয়ে তুফান।।
চলনে বলনে তার ক্ষত-বিক্ষত হয় সহস্র তাজা প্রান !
মনকে সে বাঁচায় বিপন্ন মৃত্যু থেকে —–
এভাবেই সে করে মেরু দূর্গম পরিখা খনন।
আঘাতের পর আঘাত আসে জীবনে তার, অবিশ্রান্ত একে একে হয় জড়ো !!
সে যে ————
লক্ষ্যহীন দীর্ঘশ্বাসে কাঁপে থরথর ।।
দূর্গম পথের যাত্রী সওয়ার ভ্রান্তিবিহীন ——–
ফুরিয়ে এসেছে তন্দ্রাহীন ঘুমন্ত দিন !!
তারপরও শুনি জয়ধ্বনি তার ——
নতুন কিছু করে দেখাবার !!
♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি :
#তৌহিদা জাহান লিপি
মডারেটর : কবিতার পাতা
নিবাস : ঢাকা( বাংলাদেশ)