ভূত সংবাদ
-কাশীনাথ হালদার
↔↔↔↔↔↔↔
রাজা-ভূত অদ্ভুত কিম্ভুতকিমাকার,
শম্ভূয়সমুত্থানে সব ভূত একাকার।
উকিল-ডাক্তার-ভুত, ভুত-বাবা দীক্ষার,
সমাজবান্ধব-ভুত, ভুত-অমাত্য শিক্ষার।
পরিবেশ-ভূতে করে পরিপার্শ্ব দূষিত, স্বাস্থ্য-শিক্ষার ভূতে সব্বাই খুশি তো! শান্তিরক্ষায় ভূত আছে যে অগুনতি,
বাঁহাত কখন ঝাঁপে “দেবা ন জানন্তি”।
দলে দলে ভূত চলে, প্রেতিনীও সঙ্গে,
ভুতের মিছিলে চলে নেতা-ভূত রঙ্গে। গেছো-ভূতে কাটে গাছ, মেছো-ভুতে মাছ,
ভুতের আড্ডায় চলে ভূতসিদ্ধ নাচ।
শান্তিপ্রিয়-ভূত যতো সরষেতে খেলে, অবরোধ-ভূত ঘোরে রাস্তা বা রেলে।
গামছা ভূতেরা যতো হাতে নেয় ঝান্ডা,
ডান্ডা খেয়ে ম্যাও-ভূত হয়না যে ঠাণ্ডা॥
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
নাম : কাশীনাথ হালদার, পিতা-মাতা : গোকুলচন্দ্র হালদার ও কিরণবালা হালদার। জন্ম : ০৪ ডিসেম্বর ১৯৫৮, দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা এলাকার জেলেরহাট গ্ৰামে। শিক্ষাগত যোগ্যতা : কলা বিভাগে স্নাতক (কলিকাতা বিশ্ববিদ্যালয়) । কর্মজীবন : নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমে, ৩৩ বছর (১৯৮৬ –২০১৮)। প্রকাশিত কাব্যগ্রন্থ : পুষ্পবিতান (বর্ণালী প্রকাশনী, ২০১১)। যৌথ কাব্যগ্ৰন্থ ও সংকলন গ্ৰন্থ : ছন্দের ডালি (রঙমিলান্তি প্রকাশনী), কবিতার অরণ্য (এশিয়ান প্রেস বুকস), কবিতার জ্যোৎস্না (রঙমিলান্তি প্রকাশনী), ভাবনার তরী (মৌসুমী প্রকাশনী), শব্দের কথোপকথন (বার্তা প্রকাশনী), দেশ-বিদেশের কাব্যমালা (দেশ প্রকাশন) ইত্যাদি।