মিছে দুনিয়া
-মোহাম্মদ মনজুর আলম
⇔⇔⇔⇔⇔⇔⇔
মাটি থেকে সৃষ্টি মানুষ
মাটিতে যাবো মিশে,
মাঝখানে দুই দিনের দুনিয়ায়
এত বড়াই কিসে।
সুখ বিলাসী রঙের জীবন
থেমে হবে ফ্যাকাসে,
প্রাণ পাখিটা বড্ড অসহায়
উড়ে যাবে বাতাসে।
জীবনের এই সাবস্টেশনে
মোরা এলাম যাত্রী বেশে,
কার গাড়ি টা আসবে কখন
কেউ জানেনা কখন আসে।
সময় তো হবে না কারো
যাওয়ার বেলায় অবশেষে,
থাকতে সময় বুঝতে হবে
জীবন টা হলো, মরিচীকা মিছে।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি – মোহাম্মদ মনজুর আলম
পিতা-খোরশেদ আলম, মাতা- খতিজা বেগম, পরিবারের বড় ছেলে কবি বর্তমানে প্রবাসী। সেই ১৯৮১ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়ন পশ্চিম সৈয়দ নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।।