কুয়াশা
-মোঃ জাকির হোসেন
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
খোলা জানালায় মেঘমালাদের হাতছানি,
দূরে ও কাছে পাখিদের সঙ্গীতে ঘুম ভেঙ্গে যায়,
আমার আকাশে এখনো ঘন কালো মেঘের অশনি সংকেত,
বার বার মনে করিয়ে দেয় পশ্চিমাকাশে ডুবে যাওয়া সূর্যের বেদনাশ্রিত বোবা কান্নার সুর।
ওখানে হাত বাড়িয়ে ক্ষুধার্তের মলিন হাসি,
এখানে রাজ ভোগের উচ্ছল জীবন্ত জল তরঙ্গ,
গালে হাত নিস্পলক দৃষ্টির পিছনে ফিরে চাওয়া পড়ন্ত জীবনের,
সাজানো হয়নি ফুল বাগানের রোপিত চারা বাড়ছে অগোছালো বেহালার করুণ সুরে।
কত শত দিন গেছে পেরিয়ে নেইকো মনে,
গণ্ডি ভেঙ্গে গাইতে গিয়ে গান ছিড়ে গেছে তানপুরাটা,
একতারার গুঞ্জনে ঐক্যতানের স্বরলিপির পাতা সাগরের লোনা জলে ভাসছে,
একের পর এক না-পাওয়ার ঢেউয়ে ভেসে গেছে স্বপ্নের পানসী চোখের সীমানার বাইরে।
ঐ আকাশের কোল কিংবা শেষ প্রান্তের ফুটন্ত ফুলের সৌরভে,
হেসেছে যে মন সেখানে কেন বিষাদের ছায়া করেছে উন্মন!
ফিরে আসি মেঘ, পাখি, বেহালা, তানপুরা ও একতারার অসমাপ্ত শব্দ ধ্বণি থেকে,
পিছনে ফিরে তাকিয়ে দেখি মলিন হাসি বাড়ানো হাত দুটোকে।।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
তারিখ- ০৯/১২/২০২১