মুগ্ধতায় মোহিত
-সুদীপ্তা চৌধুরী
↔↔↔↔↔↔↔
শীতের পড়ন্ত বিকেল –
স্নিগ্ধ মিষ্টি রোদ।
বড্ড শীতলতা ছুঁয়ে গেল আমায়।
আছে বসে আমার পাশে;
আমারি স্নিগ্ধ প্রিয়া।
প্রিয়ার খোলা চুল;
ডান কাঁধে হেলে!
বাম কানে তার ঝুলছে ঝুমকো।
মাঝে মাঝে চুলগুলো;
ছুঁয়ে দিচ্ছে তার আঁখি আর গাল কে।
আঁখি তার মায়াকারা কাজলবিহিন।
আঁখিতে আছে;
নিজেকে হারানোর বিশালতা।
হাসি যে তার মনহরণকারী!
লাজুক মাখা গাল যে তার;
ইচ্ছে করে ছুঁয়ে দিতে আলতো পরশে।
মুগ্ধতায় মোহিত আমি;
প্রিয়ার স্নিগ্ধ মুগ্ধতায়!
এমন মুগ্ধতায় থেকে মোহিত –
ভালবেসে রাখবো জড়িয়ে;
আমার স্নিগ্ধ প্রিয়া কে!
↔↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
নাম: সুদীপ্তা চৌধুরী। বাবা মায়ের কনিষ্ঠা কন্যা। পড়াশোনা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য বিভাগ হতে স্নাতকোত্তর অর্জন করি। বর্তমানে আমার পরিচয় বলতে আমি একজন কবি। কবিতা আমার অস্তিত্ব। সাহিত্যের জগতে নিজের আত্মপ্রকাশ আমার প্রথম কাব্যগ্রন্থ পোড়াকাব্য (২০১৯) এ প্রকাশ এর মধ্য দিয়ে। আমি অনলাইনে লেখালেখি করে চলেছি। সেই সাথে যৌথ ৪ টি কাব্যগ্রন্থে কবিতা প্রকাশ করেছি। শখ বলতে আবৃত্তি, গান শোনা, রান্না করা, ছবি তোলা