মেয়েদের ইচ্ছে কিসের!

-পপি প্রামানিক

♦♦♦♦♦♦♦♦♦♦

আমি মেয়ে!

তাই কোনো ইচ্ছেই আমার পূরণ হয়নি কখনও।

ছোট বেলায় যখন খেলার জন্য বাইরে যাওয়ার

বায়না ধরতাম —-

মা বলতেন – তুমি যে মেয়ে! ক

তাই বাইরে নয়, বাসাতেই খেলা করো।

যখন একটু বড় হয়ে স্কুল, কলেজে পড়াশোনা করতাম —–

তখনও মা বলতেন – তুমি যে মেয়ে!

তাই একা নয়, কারো সাথে যেও।

স্কুল কলেজ থেকে শিক্ষা সফরে যেতে চাইলে —–

বাবা বলতেন – তুমি বলছো কি? তুমি যে মেয়ে!

যেতে হবে না শিক্ষা সফরে!

তাই ইচ্ছেরা অপূর্ণই রয়ে যায় বছরের পর বছর।

বিয়ের পরও শ্বশুর বাড়ি থেকে মেয়েদের ইচ্ছেগুলো

নানা উছিলায় বাধাপ্রাপ্ত হয়।

আমার ইচ্ছের প্রতিবন্ধকতার জন্যও

শ্বশুর বাড়ি থেকে কথায় কথায় বলতেন —

তুমি যে বাড়ির বউ!

তোমার আবার ইচ্ছে কিসের?

স্বামীর কাছে কোনো ইচ্ছে প্রকাশ করলেও —-

তিনি বলতেন – সংসারে মন দাও,

সন্তানদের মানুষ করো,

তারপর সব ইচ্ছে পূরণ করো।

সংসারের ঘানি টানতে টানতে আর

সন্তানদের মানুষ করতে গিয়ে—

এক সময় নিজের ইচ্ছেগুলোই ফিকে হয়ে আসে।

তারপর ফিকে হওয়া ইচ্ছেও কখনও প্রকাশ করলে —-

নিজের পেটের সন্তান বলে ——

মা এই বয়সে এসে আবার এমন ইচ্ছে কেন?

বয়স বেড়েছে তো!

বুঝতে পারো না তুমি?

মেয়েদের ইচ্ছেগুলো বুঝি বাস্তবতার কাছে

সত্যি অবহেলিত—-

মাথা নোয়ায় শতসহস্র বার।

তাদের ইচ্ছেগুলো ডানা ঝাপটায় কিন্তু উড়তে পারে না!

মেয়েদের ইচ্ছেরা সময় এবং স্থান ভেদে

বার বার পরাজিত হয় ।

তবু কোথায় যেন নিজের বিশ্বাসটুকু

জমা রয়ে যায় আজন্মকাল!

ইচ্ছেরা মাথা ঠুকে কড়া নাড়ে—–

কিন্তু সাড়া জাগাতে কেউ এগিয়ে আসে না ।

মেয়েদের জন্য বুঝি কারো বিবেক জাগ্রত হয় না

জন্ম জন্মান্তরেও!

♦♦♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

পপি প্রামানিক (সহকারি শিক্ষক) কাজের অবসরে মনের কথাগুলো অগোছালো ভাবেই লিখতে ভালোবাসি।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*