নতুন আশা
-অন্নপূর্ণা দাস
♥♥♥♥♥♥♥♥♥♥
নতুন আশা নিয়ে বাঁচতে চায় পৃথিবী
মানুষ চায় মহামারী থেকে মুক্তি,
বারেবারে লকডাউন আর চায় না চায় মুক্ত বাতাস,
মুক্ত মন চারিদিকে শুধু দুষণ,পরিবেশ এবং মনে পথ খোঁজে মানুষ ,
উপায় কি অনেক প্রশ্ন উত্তর নেই,
আসলে ভারসাম্য রক্ষা চাই
আজ যা কিছু দেখি সব এই কারণে হয়
তবুও মানতে চাই না আমরা,
অতীতে হরপ্পা ,মহেঞ্জদাড়ো সভ্যতা তার ধ্বংসের প্রমান
সেই প্রাচীন কাল শুদ্ধ মন ,
মুক্তির আশ্রয় তাই মন ও পরিবেশ দুটোর উন্নতি চাই
আচ্ছা, আমরা শুদ্ধ মন আর পরিবেশ রক্ষা নিয়ে ব্রত হতে পারিনা,
এখন তো মাঝেমাঝেই লকডাউন হচ্ছে,
শিশুরা গৃহবন্দী,স্কুল বন্ধ , শিক্ষা অনলাইনে এই একটা বছর
যদি আমরা মন আর পরিবেশ নিয়ে শিক্ষা নিই তবে কেমন হয়,
সবাই শুদ্ধ মন ও শুদ্ধ পরিবেশের অধিকারী হবে পৃথিবী||
♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
আমি একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি। পশ্চিমবঙ্গের হাওড়া, সালকিয়ায় থাকি।