ঠোঁট ছুঁয়ে যায় অর্গান
-চিন্ময় বিশ্বাস
⇔⇔⇔⇔⇔⇔⇔
ক্লান্তি নিয়ে রেলের পরিত্যক্ত বগিতে নেমে আসে নিঃস্ব রাত্রি,
চামড়ার নিচে লেপ্টে থাকে আঁধার, তবুও আঁকড়ে ধরে জীবন।
বিষন্নতায় ডুবে শুকনো ঠোঁট ছুঁয়ে যায় অর্গান,
মাদারির খেলায় নিজেকে টেনে বের করে আনি।
গন্তব্যহীন শামুকের মতো একাকী; কোন পৌরাণিক স্মৃতি নয়,
যারা এক মুঠো ভাতের জন্য শরীর থেকে টেনে বের করে নেয়
লজ্জা নিবারণের শেষ সুতো টুকু, সবুজ গালিচায় পাতা
তোয়ালে তে পয়সা পড়ে না চাল পড়ে না, যেটুকু দেখি
লেজ কাটা টিকটিকির মতো আত্মরক্ষার বাহবা!
এর আগে কখনো এতটা কলঙ্কিত হইনি, যতটা হয়েছিল চাঁদ,
নির্লজ্জভাবে শুধুই কি আমাকে উলঙ্গ করলেন?
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:
জন্ম নদীয়া জেলার গোয়াবাড়ি গ্রামে ১৯৯১ সালের ২৬ শে এপ্রিল। পিতা- চিত্ত রঞ্জন বিশ্বাস, মাতা-মিনতী বিশ্বাস। করিমপুর পান্নাদেবী কলেজ থেকে বাংলা অনার্স নিয়ে বিএ.পাস ও ২০১১ থেকে ২০১৩ শিক্ষাবর্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করি। পেশা-বর্তমানে গ্রাম সম্পদ উন্নয়ন কর্মী হিসেবে কাজ করি। প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়েই জীবনে কবিতায় ছন্দ খুঁজি।