যাকে অন্বেষণ করি
-গণেশ পাল
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
যাকে অন্বেষণ করি
নিঃসঙ্গ পরিসরে পরাবৃত্তে —-
অথচ বাতায়নে তার বৈরী স্পর্শ ,
ধূসর সময়ের নষ্ট পাঁচালী ।
সে প্রহরে তবু
অন্তর্গৃহে কার অনুরাগের অন্তর্জল ?
যাকে অন্বেষণ করি
অনাবৃত আভাসে যখন প্রাবল্য তখন
অযথাই সেখানে ভাঁজে ভাঁজে
কিসের টান কী রসের বিপরীতে ?
তাহলে যখন তৃষ্ণার বিলাসী
বুঝি না মন্দফল নামান্তরে —-
অথচ তাকে অন্বেষণ করি
কেবল বৃত্ত ছুঁয়ে ছুঁয়ে ।
⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
কবি পরিচিতি :
গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উম্মিলা রানী পাল, জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে ০২ জুলাই,১৯৫০ সনে জন্ম গ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সনে বিএ পাশ করি । কর্মজীবন:১৯৭৪ সনে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সনে পরিদর্শক পদ থেকে অবসরে যাই। লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস।