কালো বর্ণমালায় নীল কষ্ট
-মাই ফেয়ার চৌধুরী
♠♠♠♠♠♠♠♠♠♠
কবিতার কালো বর্ণমালায় অভিযোগ-অভিমানে ভিঁড়,
শব্দের পাঁজরে ধ্বনিত ক্ষত-বিক্ষত টুকরো টুকরো ছিঁড়।
কবিতার শব্দ তরীতে নীল কষ্টের যন্ত্রণার ঢেউ,
অনুভবে অনুভূতির মর্মকথা গহীনে বুঝে না কেউ।
নিত্য শুনি অগণিত কন্ঠের হা-হুতাশ দীর্ঘ নিঃশ্বাস,
কাব্য পাতা জুড়ে দেখি ভুল বুঝাবুঝি অবিশ্বাস।
হৃদ গহীনে সত্যিকার টানপুরা, নিমগ্নতা বড্ড হ্রাস,
কিছু কীট ভালোবাসা পবিত্র শব্দটি করেছে গ্রাস।
ভালোবাসায় বাড়িয়ে দেওয়া হাত আজ বহু মনে ত্রাস,
মিথ্যা সম্পর্কের কারণে ক্রমান্বয়ে বাড়ছে অনীহা ক্রোধ।
ভাঙার প্রলয়ে বাঁধভাঙ্গা বিষাদের ঢেউয়ের স্রোত।
হারানোর বেদনায় অঙ্কুরে ঝরে পড়ে সবুজ পাতা,
মুখোশের অভিনয়ে সাদা মনে দাগের কাঁদা।
তবুও প্রেমের বহরে লেগে আছে জোয়ার-ভাটা,
ভাঙ্গা-গড়ার উত্থান-পতনের জীবন তরীর খেলা।
♠♠♠♠♠♠♠♠♠♠
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, পিতা-রমজু চৌধুরী, মাতা-লায়লা বেগম, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা, পোষ্ট অফিস-বন্দর
পুলিশ স্টেশন-ডবল মুরিং, জিলা- চট্টগ্রাম। বাংলাদেশ। কয়েকজন সাহিত্যপ্রেমী ফেসবুক বন্ধুর অনুপ্রেরণায় লেখার হাতে খড়ি। কলম ধরার সময় কাল খুবই অল্প সময়। কর্মব্যস্ততার ফাঁকে এপার বাংলা ওপার বাংলার বিভিন্ন গ্রুপে লিখতে চেষ্টা করি। ভালোবাসি বই,বন্ধু,ভ্রমণ,সংগীত সংস্কৃতি,খেলাধুলা ও আড্ডা।
একক প্রকাশিত গ্রন্থ একুশে বই মেলা ২০২১ (১)অন্তিম বেলায় রক্তিম আভা. (২)আমার অক্ষরে তুমি অক্ষয়
একুশে বইমেলা ২০২২(প্রক্রিয়াধীন)
প্রকাশিত যৌথ বই (১)বাঁধভাঙ্গা ফাগুনের হাতছানি (২)রক্তঝরা ফাগুন (৩)মানচিত্রের বিনিদ্র রজনী (৪)দীর্ঘ অনুভূতি