ক্রিকেটের মহারাজ
-মানস দেব
⇔⇔⇔⇔⇔⇔
ক্রিকেটের মহারাজ
ওগো তুমি সৌরভ ,
শুধু মা-বাবার নয়
সমস্ত বাঙালির তুমি গৌরব ।
দাদা স্নেহাশীষ – এর হাত ধরে
করেছিলে ক্রিকেট খেলা শুরু
আজ তুমি ক্রিকেটের হয়েছো মহাগুরু ।
ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে দেখিয়েছিলে
তোমার বাঁ – হাতি ব্যাটের জাদু
তারপর থেকে পিছু ফিরতে হয়নি কো কভু ।
দু – হাজার সাল ছিল তোমার স্বপ্নের সাল
ক্যাপ্টেন হিসেবে ধরেছিলে ভারতীয় ক্রিকেটের হাল ।
জীবনের ছড়ায় উৎরাই পথে হেঁটে ছিলে অনেক
মনের জেদের কাছে এখনো হওনি নিঃশেষ ।
অনেক দুঃসময়ে মনোবল রেখেছিলে অটুট
ভারতীয় ক্রিকেট টিমকে করেছিলে সবথেকে নিখুঁত ।
১৯৯৭ সালে পেয়েছিলে অর্জুন পুরস্কার
বাঙালি হিসেবে তোমায় শতকোটি নমস্কার ।
বাইশ গজের মাঠ যদিও দিয়েছো ছেড়ে
আপন যোগ্যতায় ভারতীয় ক্রিকেটের প্রেসিডেন্টের পদ নিয়েছো তুমি কেড়ে ।
তুমি আরো এগিয়ে চলো জীবনের পথে
সমস্ত বাঙালি আছি সদা তব সাথে ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । শিক্ষকতা সূত্রে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ নিবাসী ।