হৃদয়

-আব্দুল হাই

♥♥♥♥♥♥♥

হৃদয় একটি পবিত্র অঙ্গ

কারও নিয়ে নেয় সঙ্গ।

তেমনি তোমার প্রেমের শিকারে

তোমাকে দিয়েছি সঙ্গ।

হৃদয়ের সরলতার সুযোগ পেয়ে

তুমি আজ হৃদয়ের গভীরে।

হৃদয়ের গভীর সাগরে বসতে পেয়ে

লুকিয়েছ বেহেস্তের মাজারে।

তুমিতো বেহেস্তের রূপসী পরী

হৃদয়ের মাঝখানে রয়েছ।

হৃদয়ের রাজ আসনে বসে তুমি

আমাকে ছিনিয়ে নিয়েছ।

হৃদয়ের মাজারে রাজত্ব পেয়ে

রাজ ভাণ্ডার দখল করে।

হুর পরী তুমি বেহেস্তর রূপসী

আজ আমার মনের ঘরে।

আমার হৃদয়ের আড়ালে তুমি

হুর পরী রূপসী।

বেহেস্তর হুর পরী তুমি রূপসী

এখন খুব কাছাকাছি।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

আব্দুল হাই (অধিবক্তা, মঙ্গলদৈ কোৰ্ট), বয়স- 35 বছর (জন্ম- 04/02/1986), পিতা- মোফাচ্ছেল হুছেইন গাঁও- পাণবারী, ডাকঘর- ভকতপাৰা, মৌজা- শ্যামাবারী, থানা- ধূলা, জিলা- দরং (অসম) ভারত।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*