শীতের দুপুর
-শিবানী সাহা
◊◊◊◊◊◊◊◊◊
শীতের দুপুর মনে করতেই
মনে পড়ে ছোট বেলা,
স্নানের বাহানা করে সবাই
জল নিয়ে করতাম খেলা।
তারপর ঝপাস করে একটা ডুব
কাঁপতে কাঁপতে পাড়ে ওঠা,
গামছা দিয়ে গা মুছে নিয়ে
তাড়াতাড়ি রোদ্দুরে ছুট দেওয়া।
পুকুর পারে দাঁড়িয়ে ছড়া কাটা
আমার শীত বাঘের গায়,
সবাই মিলে একসাথে ডুব দিই
দিদি তুই তাড়াতাড়ি আয়।
খাওয়া-দাওয়া সেরে বাড়ির সবাই
ভরদুপুরে উঠোনে পাটি পেতে,
মা কাকিমা ভাই বোন সবাই মিলে
নানা গল্পে উঠতাম মেতে।
দিন গড়িয়ে বিকেল হলেই
লাগতো গায়ে শীতল ছোঁয়া,
তৈরি হতো গরম গরম পিঠা পায়েস
কাঠের উনুনে উঠতো ধোঁয়া।
◊◊◊◊◊◊◊◊◊
কবি পরিচিতি–
আমার নাম শিবানী সাহা। আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন গৃহবধূ। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।