আমার প্রত্যাশা

-তামিম আদনান

→→→→→→

প্রত্যাশা আমার জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তোলার,

হাসবে, মাতবে প্রতিটি জনপদ,

থাকবে না মানুষের কোন আপদ আর বিপদ।

রঙিন আলোয় আলোকিত হবে প্রতিটি মানুষেরর প্রাণ, তৈরি হবে কর্মপদ।

মানুষকে মানুষ করবে মূল্যায়ন, ভুলে যাবে ভেদাভেদ,

সম্প্রীতির উঠোনে করবে বসত করবে আপ্যায়ন।

ঐক্যবদ্ধ থাকবে মানুষ যত কিছুই হোক, সততাকে সঙ্গে নিয়ে করবে প্রত্যায়ন।

প্রত্যাশা আমার ফুলের সৌরভ দেব ছড়িয়ে চারিপাশে,

শিশুরা সব যাবে স্কুলে, খেলবে, মাতবে, উল্লাসে উল্লাসিত হবে ভুবন,

চিরদিনের তরে প্রতিটি জনপদে।

যৌবন ফিরে পাবে কর্ম চঞ্চলতা, নেশা যাবে ভুলে,

দেশপ্রেমে আবদ্ধ হয়ে লড়ে যাবে দেশের হয়ে,

মনুষ্যত্ববোধ জাগবে আবার সততার হবে জয়,

জাগরণ ঘটবে প্রতিটি প্রাণে যৌবন শ্লোগানে।

নারীরা পাবে মর্যাদা ফিরে সৃজনশীলতার মঞ্চে,

ধর্ষিত হবে না, হবে না বঞ্চিত, কোন কালে,

কোন ক্ষণে, হবে না নারী লাশ,

জগতের মানুষ সুশীল হবে এই প্রত্যাশা আজ।

→→→→→→

কবি পরিচিতি-

তামিম আদনান, প্রধান শিক্ষক, নূর মোহাম্মদ মডেল স্কুল, ফতেনগর, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১৩

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*