পথ শিশু
-মোহাম্মদ মনজুর আলম
♦♦♦♦♦♦♦♦♦
পথ শিশু টি পথের ধারে
যন্ত্রণা তে মরে,
ক্ষুধার জালায় মলিন মুখে
ঘুরে দারে দারে।
হাত দুই টি তার বাড়িয়ে দিয়ে
অন্ন খুঁজে চলে,
কখনো তার খাবার জুটে
কখনো অনাহারে।
রঙিন সপ্ন ধূসর কালো
জীবন আঁধারে,
অনিশ্চয়তায় কাটছে জীবন
ফুটপাতের ধারে।
চোখ গুলো তার ছল ছল যেন
কান্না অঝোরে,
শুন্য হাতে জানাহীন পথ
ভুবন মাজারে।
খোলা আকাশ নীরবতা
রাতের আঁধারে,
হাজার প্রশ্ন উঁকি ঝুঁকি
বুকের ভিতরে।
জানেনা তো কি পরিচয়
জগৎ সংসারে,
আকাশ পানে চেয়ে বলে
ঐ বিধাতা রে।।
♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
কবি মোহাম্মদ মনজুর আলম ১৯৮১ সালে ৭ ই নভেম্বর চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউনিয়ন পশ্চিম সৈয়দ নগর গ্রামে জন্ম গ্রহণ করেন।। তার পিতার নাম মোহাম্মদ খোরশেদ আলম, মাতার নাম – খতিজা বেগম।