ধ্বংস নিজ সৃষ্টিতে

-আবুল হাসমত আলী

⇔⇔⇔⇔⇔⇔⇔

অষ্টম বোনের মধ্যে তুমিই সুন্দরী;

তোমার রুপে ব্রহ্মাণ্ড রাখে মুগ্ধ দৃষ্টি।

তোমায় সুন্দর রাখতে রবি দেয় তাপ;

বাতাস তোমায় দেয় স্নিগ্ধতার ছাপ।

সমুদ্র দিয়েছে বারি তোমাকে ভরিয়ে;

শশী তোমার সৌন্দর্য দিয়েছে বাড়িয়ে।

অনন্ত সময় ধরে তুমি সৃষ্টিশীল;

তোমার অন্তরে বইছে শীতল সলিল।

তোমার সৃষ্টির ধারা অব্যাহত আছে;

কিন্তু থাকবে কি-না নেই জানা ভবিষ্যতে।

কারণ তোমার দ্বারা পুষ্ট সম্প্রদায়;

দ্যাখে না তোমাকে, সদা থাকে ঝামেলায়।

তাই সবুজের শোভা আজ বড় ম্লান;

খেচোরদের অস্তিত্ব তো কম বিদ্যমান।

তোমার অন্য বোনেরা নয় সৃষ্টিশীল;

সেখানকার আকাশ তো মোটে নয় নীল।

সবুজের ছোঁয়া সেথা লাগে নাই মোটে;

কেবল চলেছে ঘুরে তারা ক্রমান্বয়ে।

সৃজন করতে অরাজী তাদের সকলে;

চায় না তারা তোমার ন্যায় ধ্বংস হতে।

সে ধ্বংস হওয়া তো শুধু নিজের সৃষ্টিতে;

রবির চারদিকে ঘোরে দৃষ্টি নীল গ্রহে।

দ্যাখে সৃজনশীল ধরা শেষ হয়ে যাচ্ছে;

কোথায় প্রাণবায়ু শুধু কালো ধোঁয়া উড়ছে।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

আমি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় অবস্থিত ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা। আমার জন্ম ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি। পিতা শেখ আতর আলী একজন কৃষিজীবী। আমি পেশায় একজন গৃহশিক্ষক। আমি মানবপ্রেমী ও প্রকৃতি প্রেমিক। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। আমি বই পড়তে ভালবাসি। সেই সঙ্গে একটু আধটু লেখালেখির চর্চা করি। একটা শোষণমুক্ত স্বচ্ছ সমাজের আমি প্রত্যাশী।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*