সব ভালোবাসা পূর্ণতা পায় না
-অদিতি প্রামানিক
♥♥♥♥♥♥♥♥
সব ভালোবাসা পূর্ণতা পায় না,সব নদী সাগরে মেশে না।
কিছু নদী অকালেই শুকিয়ে হারিয়ে যায় তেমনি কিছু ভালোবাসা থেকে যায় অধরা পাই না কোন বাসা।
তবে ভালোবাসা কখনও হারায় না যতই পূর্ণতা না পাক।
ভালোবাসা মনের এমন এক অনুভুতি যা চির সবুজ যতোই থাকুক তা অপ্রকাশিত।
মনের সুপ্ত অনুভুতি পাখির মতো পাখা মেলতে না পারলেও
আকাশের মতো উদারতায় কোন ঘাটতি পড়ে না।
ভালোবাসার মানুষটা ভালো থাকলেই যেন সে খুশি।
ভালোবাসা এমনই এক অনুভুতি।
ঝরা বকুলের যেমন কোন মূল্য নেই,
কিন্তু সেই বকুল যখন মালা হয় তখন তা গলায় ঠিকি শোভা পায় এবং অমূল্য হয়ে ওঠে।
ভালোবাসাও ঠিক তেমনি।
সকল সময় প্রাপ্তিতেই ভালোবাসার পূর্ণতা আসে না।
ভালোবাসার পূর্ণতা তখনই আসে যখন ভালোবাসার মানুষ তার গুরুত্ব বোঝে,
ভালোবাসার মানুষটা তখনই মূল্যবান হয়ে ওঠে।
আর ভালোবাসা তখনই প্রাণ পায়।
খুঁজে পাই তার একান্ত আপন ও গোপন এক বাসা,
যা তার একান্তই নিজস্ব নীড়।
যেখানে সে নিশ্চিন্তে স্বস্তিতে নিশ্বাস ফেলতে পারে।
যেখানে আকাশের মতো উদারতায় কোন ঘাটতি পড়ে না,
বর্ষার মতো ভালোবাসার অঝোর ধারায় ভিজতে পারে,
মায়ার চাদরে নিজেকে জড়িয়ে রাখতে পারে।
সুখ নামের সুখ পাখিটা আষ্টেপৃষ্ঠে বেধেরাখে,
এমনই হয় ভালোবাসা, প্রাপ্তিটা সেখানে অপ্রাসঙ্গিক।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি:
অদিতি প্রামানিক। এম,এস,সি মাষ্টার্স ইডেন মহিলা কলেজ, ঢাকা।পিতা: অখিল প্রামানিক,মাতা :কল্পনা প্রামানিক।স্বামী :তরুন বৈদ্য। এক কন্যা তিশা বৈদ্য।নিবাস : মাগুরা জেলায় বাটিকাডাঙ্গা গ্রাম।কর্মে :গৃহিনী।