দুর্ঘটনা ঘটেই চলেছে
-রঞ্জন ঘোষ
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
শীতের রাতে ট্রেনটা আসছিলো সুদূর বিকানীর থেকে গৌহাটি
কি এমন ঘটলো সেদিন ভোরে রাতে ট্রেনের কামরাগুলো লাইনচ্যুত হলো,
শত শত মানুষ হলো আহত নির্মমভাবে শোনা গেলো তাদের তীব্র আর্তনাদ,।
নয় নয়টি প্রাণ এক মুহূর্তে কেমন ভাবে শেষ হয়ে গেলো।
বেলা হতেই ছড়িয়ে পড়লো এই রেল দুর্ঘটনার কথা চতুর্দিকে
ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের ময়নাগুড়ি স্টেশনের কাছে,
সাংবাদিক, মন্ত্রী, রাজনৈতিক নেতা সবাই একে একে এসে পৌঁছালো,
সবাই তখন যে যার মতো এই ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে চলেছে।
একদল অন্য দলের প্রতি শুরু করে দিলো দোষারোপ করা
হতাহতদের নিয়ে বা তাদের পরিবারকে নিয়ে ছিলোনা কারোর লক্ষ্য,
সবাইকে যে পেতে হবে এর থেকে রাজনৈতিক ফায়দা,
তবেই তো কায়দা করে পৌঁছতে হবে নিয়ে নিজের পক্ষ।
এমন নির্মম ঘটনার প্রকৃত কারণ জানতে শুরু হলো আলোচনা
চলছে বিশেষজ্ঞদের ঘটনার প্রকৃত কারণ জানার প্রচেষ্টা
ইতিহাস প্রমাণ করে এই ঘটনা ঘটে চলেছে সমাজে বারবার,
তবুও সফল হলোনা এই ভয়াবহ দুর্ঘটনা রোধের প্রকৃত চেষ্টা।
জানিনা কবে শেষ হবে এই অভিশপ্ত যাত্রা চিরদিনের মতো
কবে মানুষ নিশ্চিন্ত মনে রেল যাত্রা করবে নির্ভয়ে
আবার?
যেদিন আর হবেনা এমন কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা,
যেদিন আর থাকবেনা কোন ভয় এমন করে বারংবার।
⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇
কবি পরিচিতি-
আমি রঞ্জন ঘোষ, দক্ষিণ কলকাতার বেহালায় থাকি। কবিতা আমার প্রথম প্রেম। ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু। আমি অনেকগুলো সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত আছি। “প্রেমের ঝর্নাধারায়” নামে একটি কবিতার এই বছর প্রকাশিত হয়েছে যুথিকা প্রকাশন থেকে। “লকডাউনের ডায়রি” ও “জীবনতরী” নামে দুটি একক কবিতার বই আনন্দ পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে। জীবনের শেষ দিন পর্যন্ত কবিতার সঙ্গেই বেঁচে থাকতে চাই আর সকলের ভালোবাসা পেতে চাই।