আকাশে কালো মেঘ

-কাজী সেলিনা মমতাজ শেলী

♦♦♦♦♦♦♦♦

ধরণির আকাশে কালো মেঘ পেল না খুঁজে রবির দেখা,

তাই বুঝি ওই অথৈ প্রভাতে সমীরণ কাঁদে একা একা।

অপেক্ষা কর ধরণি আঁধারের বাঁধ ভেঙ্গে আসবে চাঁদ,

অগ্নিসেতু পার হয়ে ধরণি ভেঙ্গে দেবে গোপন ফাঁদ।

আকাশ আবার নীল হবে কালো মেঘ যখন ফুরাবে,

অথৈ প্রভাতে এ মন তখন ফুলের পাঁপড়ি কুড়াবে।

কত কথা কত কাহিনী জমা হয়ে যায় মনের খাতায়,

কখনো কখনো সেই মর্মধ্বনি বেজে ওঠে সবুজ পাতায়।

জীবন চলার পথে কত ভুল হয়ে যায় চোখের পলকে,

যত মিথ্যা মুছে যাক জীবন সত্যের আলোকে।

সত্যের পথে চলেছে পথিক চরণ ভরেছে ধূলায়,

একটু শান্তিতে ভরে যাক ধরণির এই ছোট্ট আলয়।     

♦♦♦♦♦♦♦♦

কবি পরিচিতি-

কাজী সেলিনা মমতাজ শেলী, কপিলমুনি বাজার, পাইকগাছা, খুলনা

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*