ক্ষমাই পরম ধর্ম
-শিবানী সাহা
⇒⇒⇒⇒⇒⇒
জীবনে ক্ষমাই পরম ধর্ম
সে কথা সবাই জানি,
সংসার জগতে স্বার্থপরতায়
সেকথা কজন মানি।
আপন স্বার্থে সবাই সদা মত্ত
করে ফেলি কত ভুল ভ্রান্তি,
ভালো মন্দের হিসেব কষে দেখি না
মন ও দেহ জুড়ে শুধুই ক্লান্তি।
ক্ষমতার জোরে দোষীরে দিই শাস্তি
ভুলে যাই সব নীতি কথা,
নিজেরই অজান্তে দিয়ে ফেলি
কতজনের অন্তরে ব্যথা।
নিজের ভুল ভ্রান্তি চোখে পড়ে না
ভাবি আমি সদা নির্দোষ,
অন্যের দোষ ধরতে সবাই ব্যস্ত
শুধু অন্যেরাই সর্বদা করে দোষ।
হে প্রভু তুমিতো অন্তর্যামী
সবার অন্তরে বিরাজিছো তুমি,
ক্ষমা করে দিও প্রভু মোরে
জীবন ভর যত দোষ করেছি আমি।
⇒⇒⇒⇒⇒⇒
কবি পরিচিতি:-
আমার নাম শিবানী সাহা। আমি হুগলি জেলার কোন্নগরে বাস করি। আমি একজন সাধারণ গৃহবধু। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।