যার প্রতিক্ষায় আজও আমি আছি
-অদিতি প্রামানিক
♥♥♥♥♥♥♥
আমি খুৃঁজে খুঁজে পাইনি তোমার হৃদয়ের দরজা,
যেখানে আঘাত করলে খুলবে তুমি তোমার মনের দ্বার।
ক্লান্ত আমি তোমার মনের ঠিকানা খুৃঁজতে,
অথচ এই তুমিই আমাকে শিখেয়েছো কি করে ভালোবাসতে হয়?
কি করে অন্যের চোখের দিকে তাকিয়ে মনের সব কথা বুঝে নিতে হয়?
আমি তো আজও পারলাম না,
তোমার চোখের পানে চেয়ে মনের সব কথা বুঝে নিতে।
পারলাম না তোমায় তেমন করে ভালোবাসতে,
যেমন করে তুমি শিখিয়েছ আমায় ভালোবাসতে।
কত বিনিদ্র রজনী ভেবে কাটিয়েছি পাইনি তার কোন উত্তর।
তবুও আজও আমি হেঁটে চলেছি তোমার হৃদয়ের পথ ধরে,
খুঁজে পেতে চেয়েছি তোমার হৃদয়ের বন্দর।
আমি পাইনি আজও তার কোন ঠিকানা।
কত বসন্তই তো এলো আর গেল,
কিন্তু এমন কোন বসন্ত এলো না যে কোকিল ডাকবে,
ভালোবাসার কথা বলবে।
শুধু অপেক্ষা আর অপেক্ষা।সকাল থেকে সাঁঝ, সাঁঝ থেকে সকাল।
তবুও তুমি আর এলেনা।
ভালোবাসার প্রহর গুলো ঝড়া পাতার মতো ঝড়ে যায়।
তবুও প্রেমের নতুন পল্লব আর শাখায় শাখায় জেগে ওঠে না।
মাঝে মাঝে আমিও ব্যাকুল হয়ে ভাবি যা বলেছিলে তা কি সত্য,
কখনও কি এমন হবে ভালোবাসা কি নিজ থেকে ধরা দেবে।
মনের দরজা কখনও কি খুলবে।ভালোবেসে কভু বলবে ভুল করে ভালোবাসি,
ভালোবাসি আমি তোমায় ভালোবাসি।আকাশ বাতাস কম্পিত করে বারবার ধ্বনিত হবে ভালোবাসি,
ভালোবাসি আমি তোমায় ভালোবাসি। খুলবে হৃদয়ের দ্বার,
বলবো পেয়েছি আমি পেয়েছি সেই কাঙ্খিত হৃদয়,
যার প্রতিক্ষায় আজও আমি আছি।
♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি-
অদিতি প্রামানিক।মাষ্টার্স ২০০৮ইডেন মহিলা কলেজ,ঢাকা।গ্রাম : বাটিকাডাঙ্গা থানা: মাগুরা সদর জেলা: মাগুরা।স্বামী:তরুন বৈদ্য।এক কন্যা নাম :তিশা বৈদ্য।পিতৃনিবাস:রাজবাড়ি জেলা গ্রাম:রঘুনাথপুর পোস্ট :খানগন্জ।পিতা:অখিল প্রামানিক। মাতা :কল্পনা প্রামানিক। এক ভাই :শোভন প্রামানিক স্কুল জীবন:দাদাপুর প্রাথমিক বিদ্যালয়,বেলগাছি। মাধ্যমিক:বেলগাছি আলিমুজ্জামান উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক:রাজবাড়ি আদর্শ মহিলা কলেজ।অনার্স /মাষ্টার্স :ইডেন মহিলা কলেজ, ঢাকা। কর্মে: গৃহিনী শখ: বই পড়া, লেখালেখি করা,গান শোনা।