পথকলি

-মাই ফেয়ার চৌধুরী

⇔⇔⇔⇔⇔⇔

পথের ধারে পড়ে থাকা,

কত অজানা পথ কলি।

পৌষের শীতে কাঁপছে তারা,

গৃহহীন-বস্ত্রহীন ঠিকানা বিহীন

কেউবা পিতৃ-মাতৃহীন অনাথ এতিম।

রাত্রি যাপন করছে তারা ফুটপাত স্টেশন,

খোলা আকাশের নিচে বিছানা জমিন।

কনকনে হিম শীতল শৈত্য প্রবাহ বয়,

হাঁড় কাঁপানো ঠাণ্ডা লাগে গায়।

এই অভাগাদের দেখার কেউ নেই!

অবহেলায় ঝরে পড়ে কত জানা ফুলকুঁড়ি,

তাদের মাঝে লুকিয়ে আছে হয়তোবা

প্রতিভাবান মেধাবী পাঁপড়ি।

মানবেতর কাটছে যাপন ছিন্ন ছাড়া জীবন!

ফুটপাতে রাত্রি যাপন নেই কি কেউ আপন?

সাধ নেই,স্বপ্ন নেই,নেই ভবিষ্যৎ

দু’মুঠো অন্ন পেলে কেটে যায় বেলা।

এই সমাজের শ্যাওলা ভেবে করোনা হেলা।

টোকায় যাদের বল,টোকায় নায়তো তারা

টুকায় ছাড়া এ সমাজ চলা বড় দায়।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-

মাই ফেয়ার চৌধুরী, পিতা রমজু চৌধুরী, মাতা-লায়লা বেগম, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ডাকঘর-বন্দর, থানা-ডবলমুরিং, জেলাঃ চট্টগ্রাম। কয়েক জন সুন্দর মনের ফেসবুক বন্ধুর, অনুপ্রেরণায় লেখার হাতে খড়ি।কর্মব্যস্ততার অবসরে নিজের অনুভূতিগুলো কবিতা আকারে লিখতে চেষ্টা করি। ভালো লাগে ভ্রমণ,গান শোনা, আর বন্ধুদের মাঝে চুকিয়ে আড্ডা মারা । একক গ্রন্থ- অন্তিম বেলায় রক্তিম আভা, আমার অক্ষরে তুমি অক্ষয়। কালো বর্ণমালায় নীল কষ্ট (প্রক্রিয়াধীন) যৌথকাব্যগ্রন্থ -বাঁধভাঙ্গা ফাল্গুনের হাতছানি, রক্তঝরা ফাগুন , মানচিত্রের বিনিদ্র রজনী,দীর্ঘ অনুভূতি

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*