অভিশপ্ত প্রাণ
-তামিম আদনান
↔↔↔↔↔↔
প্রকৃতির অভিশাপে,নিষ্প্রাণ জীবনে, ধুলোমাখা
শরীরে প্রচণ্ড খরতাপে, সূর্যের উত্তাপে,
জীবনের ধাপেধাপে, মানুষজন স্নায়ুচাপে
অল্প অল্প করে মৃত্যুর দিকে যাচ্ছে এগিয়ে
হতাশাকে বুকে নিয়ে অবরুদ্ধ পৃথিবীতে।
আমি এক বেকার মানুষ নেই কোন সুখ, রাত যেন দীর্ঘ মনে হয়,
জীবনের অভিশাপে অভিশপ্ত হয়ে কাটে দিন-রাত,
জীবন যেন মূল্যহীন ধূসর রঙে আঁকা,
যে দিকে তাকাই কেউ পাশে নাই স্বার্থের কাছে আমি পরাজিত।
জীবন আমার চার দেওয়ালে বন্দী, অভিশপ্ত মনে হয় প্রতিটি ক্ষণ,
পাগলের মতো প্রলাপ বকে যাই আমি,
কোথায় যে ভুল করে ছিলাম জানে না এ অন্তর,
শুধু এতটুকু জানে ভালোবেসে ছিলাম,
বুকেটেনে নিয়েছিলাম বন্ধু ভেবে।
অভিশপ্ত জীবন আমার স্রষ্টার কাছে কবুল হয় না প্রার্থনা, কবুল হয় না চাওয়া-পাওয়া,
তবু অভিশপ্ত প্রাণ করে যায় প্রার্থনা
মুক্ত হতে অভিশপ্ত জীবন থেকে
ফিরে যেতে চায় সংশোধিত জীবনে।
↔↔↔↔↔↔
কবি পরিচিতি-
প্রধান শিক্ষক, নূর মোহাম্মদ মডেল স্কুল, গ্রামঃ আকছাইল, পোষ্টঃ কলাতিয়া, উপজেলাঃ কলাতিয়া ,জেলাঃ ঢাকা