প্রথম বসন্ত

-শান্তি দাস

♥♥♥♥♥♥♥♥♥

শীতের শেষে বসন্তের প্রথম এলো রে এই ফাগুন,

এই বসন্ত প্রকৃতি যেন সেজেছে রূপে যেন আগুন।

বসন্ত মানেই রোমান্টিকতা বসন্ত মানেই প্রেমের ছোঁয়া,

শীতে শুকিয়ে যাওয়া পাতা ঝরে পড়া নতুন হাওয়া।

শুকনো পাতা ঝরে জন্ম দিয়েছে নতুন কচি পাতার,

পত্রপল্লবে ঘাসে ঘাসে, কুঞ্জ বীথিকা পাহাড়ে অরন্যের।

বসন্ত এসে গেছে নবযৌবনের ডাক দিয়ে ছড়িয়ে রঙের খেলা,

পলাশ গুলো জেগে উঠেছে রোদের ছোঁয়ায় সোনালী বেলা।

মৌমাছির গুঞ্জরণ, মাতাল হাওয়া ছুঁয়ে যাবে তনুমন,

বাসন্তী রঙের গাঁদা ফুলের রঙেই সাজবে তরুণী তরুণ।

বাসন্তী রঙের শাড়ি পড়ে নাচবে হেলেদুলে,

হাতে চুড়ি খোঁপায় গুঁজবে মালা হলুদ ফুলে।

পথে ঘাটে তরুণের দল হলুদ পাঞ্জাবি ফতুয়া পড়ে,

শহর গ্রামে জনপদে ঝিরি ঝিরি বাতাস ঝরে।

হঠাৎ যখন কোকিলের কুহুতান মন ভরিয়ে তোলে,

নতুন করে সাজাবে জীবন তাই তো জীবনের কথা বলে।

প্রকৃতি যেন সেজেছে প্রস্ফুটিত সাজে মন হয় উদাস,

বসন্ত যেন ছুঁয়ে যায় স্বর্গ মনের প্রফুল্লতা হওয়ার প্রয়াস।

মনের কোণে জমিয়ে থাকা সৌন্দর্যে তুলির টানের রেশ।

প্রথম বসন্ত মনের চেতনায় রং তুলিতে আঁকা স্নিগ্ধতার পরিবেশ।

♥♥♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

শান্তি দাস, প্রযত্নে_মনোরঞ্জন দাস, পেশা _ বিষয় শিক্ষিকা (শিক্ষা বিজ্ঞান), খোয়াই, জাম্বুরা, ত্রিপুরা খোয়াই,

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*