একুশ তুমি আছো বলে

-মালা রানী পাল

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

একুশ তুমি আছো বলে

মায়ের মুখের ভাষা

আজ ফিরে পেয়েছি ,

একুশ তুমি আছো বলে

রংতুলিতে তোমার ছবি

আজ একেঁ দিয়েছি ।

একুশ তুমি আছো বলে

আকাশটা হয়ে আছে

আজ এত রংগিন ,

একুশ তুমি আছো বলে

শোধ করতে পারিনি

আজও রক্তের ঋন ।

একুশ তুমি আছো বলে

মাতৃভাষায় মোরা

আজও কথা বলতে পারছি ,

একুশ তুমি আছো বলে

ভাষার শহিদদের মোরা

আজও স্মরণ করে যাচ্ছি ।

একুশ তুমি আছো বলে

ফাগুনের হাওয়ায় মন

আজও দিয়ে যাচ্ছে দোলা,

একুশ তুমি আছো বলে

সবার কাঁধে কাঁধ মিলিয়ে

আজও একসাথে চলা ।

একুশ তুমি আছো বলে

বসন্তের কোকিলের গান

আজও শুনতে পাই ,

একুশ তুমি আছো বলে

পলাশ শিমুলের মালা

আজও গেঁথে যাই ।

একুশ তুমি আছো বলে

শহিদের বুকের রক্তকে

আজও যায় না ভোলা ,

একুশ তুমি আছো বলে

তোমার জন্য আমাদের

আজও মায়ের ভাষায় কথা বলা ।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

কবি পরিচিত ঃ

মালা রানী পাল, পরিবার কল্যান পরিদর্শিকা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( পরিবার পরিকল্পনা বিভাগ ) নালিতাবাড়ী, শেরপুর

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*