কুয়াশা ঘেরা

-আশীষ খীসা

♦♦♦♦♦♦♦♦♦

কনকনে এই শীতের দিনে

শীত পড়েছে বেশ,

কুয়াশায় ঘেরা গ্রাম-গঞ্জ

সারা বাংলাদেশ।

শিশিরকণা পড়ছে ঝরে

বিন্দু বিন্দু খুব,

ভোর বেলাতে বের হলে

নেই তো কোনো সুখ।

ভোর বেলাতে যায় না দেখা

এতো মানুষ জন,

তীব্র শীত পড়েছে গ্রামে

চাই না বেরুতে মন।

যায় না দেখা সূর্যের আলো

যায় না দেখা রোদ,

কি দোষ করেছি যে মোরা

নিচ্ছে প্রতিশোধ।

ঘাসের ডগায় শিশিরকণা

ঝিলমিল করছে খুব,

আনন্দেতে হাসছে কতো

পাচ্ছে মহাসুখ।

কুয়াশা চাদরে ঢেকে

গেছে সব আশপাশ,

পৌষ ও মাঘ এভাবে থাকে

সদা দুটো মাস।

♦♦♦♦♦♦♦♦♦

কবি- পরিচিতিঃ আশীষ খীসা রাঙামাটি জেলা সদর দীঘলীবাঁক গ্রামে ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহন করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড.(১ম শ্রেণী)ডিগ্রি অর্জন করেন। তিনি অবসর সময়ে সাহিত্য সাধনা করেন। তিনি একাধারে একজন শিক্ষক,কবি,গল্পকার ও গীতিকার।তিনি অবসর সময়ে সংগীত চর্চা করেন।তাঁর যৌথ প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা নয়।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*