ফাগুনের হাতছানি
-মাই ফেয়ার চৌধুরী
⇔⇔⇔⇔⇔⇔
প্রকৃতিতে নব পাতাকুঁড়ি সবুজে সবুজে প্রাণ জাগরণ,
গাছে গাছে আবিরের রঙে আগুন ঝরা লগন।
ডালে ডালে পাখিদের কলরবে গুঞ্জন,
এলোমেলো বাতাসে পাতা নড়ে শনশন।
কোকিলের কুহু কুহু কলতানে কুঞ্জন,
মৌমাছি মৌ মৌ নৃত্য করে মৌবন।
প্রজাপতি রঙিন ডানা উড়ন্ত চঞ্চল,
এলো বুঝি ঋতুরাজ বসন্তের বাঁধভাঙ্গা ফাগুন!
চারদিকে সকল প্রাণে হিল্লোলে আগুন,
বাঙালির মনে প্রাণে উচ্ছাস উল্লাসের হিল্লোল।
কপোত-কপোতি স্বপ্ন আঁকা রকমারি সাজ,
পলাশ শিমুল কৃষ্ণচূড়ার শাখায় নবাবী তাজ।
নবদম্পতি ভীরু আঁখিতে লাজুক হাসির মিষ্টি লাজ,
রমনীরা বাহারী সাজে ঐতিহ্যের কারুকাজ।
বাঙালির ঘরে ঘরে প্রাণে জাগে খুশির চাঁদ,
এলো বুঝি ঋতুরাজ বসন্তের আগমনী সাজ।
⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী,পিতা-রমজু চৌধুরী, মাতা-লায়লা বেগম, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, ডাক-বন্দর,থানা-ডবলমুরিং ,জিলা-চট্টগ্রাম। সাহিত্য অনুরাগী ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণা, লেখার হাতে খড়ি।খুবই অল্প সময়ে হাতে কলম ধরা। নিজের ভাবনার অনুভূতিকে কবিতা আকারে প্রকাশ করা শখ, সেই ভ্রমণ,গান শোনা,ছবিতোলা ও চুকিয়ে আড্ডা মারা ভীষণ শখ।এবারের একুশে বই মেলায় প্রকাশিত হচ্ছে একক দ্বিতীয় কাব্যগ্রন্থ,”আমার অক্ষরে তুমি অক্ষয়