যেদিন হবে বিসর্জন
-পপি প্রামানিক
♥♥♥♥♥♥♥♥
আমি একদিন ঠিক হারিয়ে যাবো!
তোমার থেকে,
তোমাদের থেকে,
সকল পরিজন থেকে,
চিরতরে হারিয়ে যাবো —-
ফিরবো না আর কোনোদিন!
চলে যাবো এপার থেকে ওপারে সেই স্থায়ী পরপারে।
যেখান থেকে কেউ ফিরে আসে না কোনদিন!
আমি একদিন ঠিক হারিয়ে যাবো!
তোমাকে ছেড়ে,
তোমাকে একা করে,
চিরন্তন সেই নিয়ম মেনে!
চলে যাবো দূর থেকে বহু দূরে দিগন্তের ওপারে।
খুঁজে পাবে না কেউ ধরিত্রীর কোনো ধারে।
আমি একদিন ঠিক চলে যাবো!
তোমাকে না জানিয়ে,
তোমাকে সঙ্গে না নিয়ে,
চলে যাবো সেই বিস্তর আকাশের নীল সীমানায়!
চলে যাবো মায়াহীন কায়াহীন দূর অজানায়—–
যেখানে চলে গেলে কেউ নাহি ফিরে পায়।
আমার আমি যেদিন তোমাকে ছেড়ে যাবে উড়ে—
সেই দিন আমার হবে বিসর্জন!
সর্বাঙ্গে শোভিত থাকবে চন্দন,
আমার উপরে হবে পুষ্প বর্ষণ,
গাইবে সঙ্গে মধুর হরি নাম কীর্ত্তণ।
সত্যিকারের যেদিন আমার হবে বিসর্জন!
দুঃখটুকু উষ্ণ করে কপোল বেয়ে গড়িয়ে দিয়ে—-
আর রেখোনা আমায় স্মরণ!
কিন্তু হায়!
রইবে না গো বিশ্ব মাঝে আমার কোনো অর্জন।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতঃ
নামঃ পপি প্রামানিক, পিতার নামঃ আশুতোষ প্রামানিক (সদ্যপ্রয়াত), মাতাঃ কানন বালা প্রামানিক, স্বামীর নামঃ বিশ্বজিৎ সাহা, জন্মস্থানঃ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় জয়ন্তীহাজরা গ্রামে মামার বাড়িতে জন্ম। বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়জিত। অন লাইনের বিভিন্ন গ্রুপের মাধ্যমেই লেখায় হাতে খড়ি। ভালো লাগে গান শুনতে, আবৃত্তি শুনতে, ছবি তুলতে এবং নতুন কিছু রান্না করতে।