জাগরণ
-মাহাবুবা বিথী
≈≈≈≈≈≈≈≈
স্বার্থপর স্রোতের টানে,বিশ্বসংসারে
সবকিছু যায় ভেসে।
অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয়,
জীবনের বেলা শেষে।
দিক চক্রবালে আবির মেখে প্রভাকর,
যখন ডুবে যায়।
পৃথিবীর মাঠ ঘাঠ প্রান্তরের সীমানা ,
তমসাচ্ছন্ন হয়ে যায়।
আধার কেটে অরুণালোকের আলোয় জগত,
কল্লোল ফিরে পায়।
ধরণীর পলে পলে সামনে আসে তেমনি,
কিছু নিদারুন দুঃসময়।
কালের অভিপ্রায়ে অসহায় জীবনোৎসব,
শুন্যতায় ঢেকে যায়।
একসময় ক্লান্ত বেদনারে বিদায় জানিয়ে নব,
জলধারায় ভরে জীবন।
বেঁচে থাকার সকল আয়োজনে,
ফিরে পায় ঐশ্বর্যতোরণ।
≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:
মাহাবুবা বিথী একজন সৌখিন কবি।বিভিন্ন ওয়েবসাইটে লেখালখি করেন। মহিলা সাপ্তাহিক পত্রিকা “বেগম” এ কবিতা লিখতেন। এ ছাড়া একটা যৌথ কাব্যগ্রন্থ ” মন্থর মেঘ” বের হয়েছে। উনি ওয়েবসাইটে লিখতে স্বাচ্ছন্দ বোধ করেন। ওনার বাবার নাম :মরহুম আই এম বিল্লাহ। মাতার নাম:আশরাফুন্নেছা। বাসা নং ৩৭ লেন নং ২ ব্লক এ সেকশন ৬ মিরপুর ঢাকা।